Ajker Patrika

অস্ত্র মামলায় কুবি ছাত্রলীগ নেতার ১২ বছরের দণ্ড

কুবি প্রতিনিধি
অস্ত্র মামলায় কুবি ছাত্রলীগ নেতার ১২ বছরের দণ্ড

বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আটকের ঘটনায় দায়ের করা মামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস মিয়া ওরফে ইলিয়াস হোসেন সবুজের ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার কুমিল্লার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী (এপিপি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে এই রায় ঘোষণা করা হয়। এ সময় আসামি ইলিয়াসের উপস্থিত ছিলেন না। রায়ে কোনো অর্থদণ্ড দেওয়া হয়নি। শুধুমাত্র ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ এপ্রিল বেলা ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়নামতি শালবন বিহারের একটি পিকনিক স্পট থেকে তাকে আটক করে র‍্যাব-১১ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানার র‍্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করে।

উল্লেখ্য, ইলিয়াস মিয়া ওরফে ইলিয়াস হোসেন সবুজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তিনি ২০১৭ সালের ২৮ মে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পান। সর্বশেষ ২০২৩ সালের ৬ মার্চ মেয়াদোত্তীর্ণ ইলিয়াস-মাজেদ কমিটি বিলুপ্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত