অনলাইন ডেস্ক
রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা-পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গতকাল সোমবার রাতে পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে মলম মামুন (৩৫), মো. মোজাম্মেল হক (৩৫) ও মো. সাজু মিয়া ওরফে সিজার সাজু (২১)। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
আজ মঙ্গলবার এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বাড্ডা থানা সূত্র জানায়, কিছুলোক পশ্চিম মেরুল বাড্ডায় দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। এমন খবর পেয়ে বাড্ডা থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক ও সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগী ২-৩ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তাররা ওই স্থানে দেশীয় অস্ত্রসহ এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করে। তারা বাড্ডা এলাকার পথচারীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করত। পাশাপাশি বাসা-বাড়ি, বিভিন্ন অফিস এবং বিল্ডিংয়ের মূল্যবান নির্মাণসামগ্রীও ডাকাতি করত। গ্রেপ্তারের পর তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।
রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা-পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গতকাল সোমবার রাতে পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে মলম মামুন (৩৫), মো. মোজাম্মেল হক (৩৫) ও মো. সাজু মিয়া ওরফে সিজার সাজু (২১)। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
আজ মঙ্গলবার এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বাড্ডা থানা সূত্র জানায়, কিছুলোক পশ্চিম মেরুল বাড্ডায় দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। এমন খবর পেয়ে বাড্ডা থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক ও সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগী ২-৩ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তাররা ওই স্থানে দেশীয় অস্ত্রসহ এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করে। তারা বাড্ডা এলাকার পথচারীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করত। পাশাপাশি বাসা-বাড়ি, বিভিন্ন অফিস এবং বিল্ডিংয়ের মূল্যবান নির্মাণসামগ্রীও ডাকাতি করত। গ্রেপ্তারের পর তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে