Ajker Patrika

জগন্নাথ হলে সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মী আইসিইউতে

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ৪১
জগন্নাথ হলে সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মী আইসিইউতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সরস্বতী পূজার কনসার্টকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে আহত এক ছাত্রলীগ কর্মীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। 

দফায় দফায় সংঘর্ষের সময় বেশি মারধরের শিকার হয়েছেন সৈকতে অনুসারী অপূর্ব চক্রবর্তী। তাঁকে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের উপসমাজসেবা সম্পাদক স্বাগতম বড়াই। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয় বলে জানান স্বাগতম বড়াই। 

স্বাগতম বড়াই বলেন, ‘অপূর্ব চক্রবর্তী কথা বলতে পারছেন না। মাথায় আটটি সেলাই লেগেছে, কপালেও সেলাই লেগেছে। নিরবচ্ছিন্নভাবে ডাক্তার দেখাশোনা করছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসহ সার্বিক পর্যবেক্ষণ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত