Ajker Patrika

পদ্মায় ফেরিডুবি: রজনীগন্ধার দ্বিতীয় মাস্টার বরখাস্ত 

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
পদ্মায় ফেরিডুবি: রজনীগন্ধার দ্বিতীয় মাস্টার বরখাস্ত 

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রজনীগন্ধা ফেরি ডুবির ঘটনায় ফেরির দ্বিতীয় মাস্টার আঞ্জুমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ফেরি উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মতিউর রহমান উদ্ধার হওয়া ফেরি রজনীগন্ধার পরিদর্শন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল থেকে আমাদের টিম ইঞ্জিনিয়াররা ফেরিটি ইন্সফেকশন করছেন। ফেরিটি খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। ইঞ্জিন কিছুটা মেনটেন্সের পরে ফেরিটিকে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হবে।’ 

তিনি আরও বলেন, গত সোমবার রজনীগন্ধা ফেরির সেকেন্ড মাস্টার আঞ্জুমানকে সাময়িক বরখাস্ত করা হয়। আর গতকাল বুধবার রাত ১১টার দিকে ফেরিটি উদ্ধার শেষ হয়। 

এদিকে দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। উক্ত কমিটি ইতিমধ্যে আরও ৫ কার্যদিবসের সময় চেয়েছেন বলেও জানান তিনি। 

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি রাতে দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসার পথিমধ্যে ঘনকুয়াশায় পদ্মায় নোঙর করে ফেরি রজনীগন্ধা। সকাল আটটার দিকে নোঙর তুলতে গেলে ৯টি ট্রাকসহ ফেরিটি ডুব যায়। বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় গতকাল বুধবার রাত ১১টার দিকে উদ্ধার করা হয় ডুবন্ত ফেরিসহ সব ট্রাক। দুর্ঘটনায় প্রাণ হারান ফেরির ইঞ্জিন চালক হুমায়ুন কবির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত