Ajker Patrika

ছোট দূরত্বে বেশি ভাড়া, ভোগান্তি বৃষ্টিতে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২৩, ১২: ১৫
ছোট দূরত্বে বেশি ভাড়া, ভোগান্তি বৃষ্টিতে 

‘আগের গাড়ি ৫০০ টাকায় গেছে। আমাদেরও ৫০০ টাকা নিতে বলা হয়েছে। ৩০০ টাকায় যাওয়া যাবে না। আসেন আর একটু কমাব’—কথাগুলো বলছিলেন শৌখিন পরিবহনের সহকারী। মহাখালী বাস টার্মিনালে যাত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় একসময় তিনি জিতে যান। যাত্রী ৫০০তেই রাজি হয়ে যান।

ঈদের আগের দিন বেশির ভাগ বাস টার্মিনালে এই একই চিত্র। ঘরমুখী মানুষের ভোগান্তি যেন কমছেই না। আজ বুধবার সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে টার্মিনালে পৌঁছানোর পর ভাড়া চাওয়া হচ্ছে দ্বিগুণ। যদিও এ নিয়ে ক্ষোভ নেই যাত্রীদের মধ্যে। ঈদের আগে আপনজনদের সঙ্গে সময় কাটাতে বেশি ভাড়া দিতেও রাজি তাঁরা। 

আজ সকালে মহাখালী টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, হালুয়াঘাট, কিশোরগঞ্জ—এসব অঞ্চলের বাস টার্মিনাল থেকেই যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। এই বাসগুলোর কোনো অগ্রিম টিকিট বিক্রি হয়নি। যাত্রী আসার সঙ্গে সঙ্গে দর-কষাকষিতে গাড়ি ভরে ছেড়ে যাচ্ছে টার্মিনাল। তবে ভাড়া হয়েছে দেড় থেকে দ্বিগুণ।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৩০০ টাকার ভাড়া চাওয়া হচ্ছে ৫০০ টাকা। আর ৪০০ টাকার ভাড়া চাওয়া হচ্ছে ৮০০ টাকা। 

ময়মনসিংহগামী সৌখিন পরিবহনে ডেকে ডেকে যাত্রী তোলা হচ্ছে। ভাড়া ৫০০ টাকা। এই রুটে স্বাভাবিক সময়ে ভাড়া থাকে ৩০০ টাকা। অন্যদিকে নেত্রকোনায় স্বাভাবিক ভাড়া ৪০০ টাকা আর আজ ভাড়া নেওয়া হচ্ছে ৮০০ টাকা।

মহাখালী টার্মিনালের বাইরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভিড় এই বাসগুলোর কাছে।

ময়মনসিংহগামী রহমত জানান, তিনি বাইপাস যাবেন। ৫০০ টাকা ভাড়া চাওয়া হয়েছে। ৩০০ বললেও নেবে না। পরে তাদের ৫০০ টাকা দিয়েই যাচ্ছেন। ঈদের আগে বাড়ি যেতে হবে।

কাউন্টারকেন্দ্রিক বাসগুলোতে আগে থেকেই ১০০ থেকে ১৫০ টাকা টিকিটের দাম বেশি ধরে রাখা হয়েছে। এসব রুটে বেশি চলাচলকারী এনা পরিবহনের কাউন্টারে দীর্ঘ লাইন। 

বিভিন্ন বাস কাউন্টারে কথা বলে জানা যায়, উত্তরবঙ্গের বগুড়া, দিনাজপুর, রংপুর অঞ্চলের যাত্রীর চাপ বেশি। আগেই টিকিট কাটা আছে অনেক যাত্রীর। অনেকেই কাউন্টারে এসে টিকিট নিচ্ছেন।

এদিকে ঢাকার পাশের জেলা ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর—এই অঞ্চলের যাত্রীদের চাপ দিনে বেশি। তবে এসব গাড়ির অগ্রিম টিকিট নেই। 

এর আগে গত দুই দিন ধরেই ভিড় ছিল রাজধানীর বাস টার্মিনালগুলোতে। তবে আজ সকালের চিত্র ছিল ভিন্ন। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ নেই। টার্মিনালের ভেতরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ব্যানার সংবলিত জায়গা থাকলেও সেখানে কাউকে দেখা যায়নি। আশপাশে পুলিশ আছে। তবে বৃষ্টিতে তারাও অলস সময় পার করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত