Ajker Patrika

বাঁ পায়ের সব আঙুলই হারালেন আনু মুহাম্মদ

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২১: ২৬
Thumbnail image

রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাঁ পায়ের পাঁচটি আঙুল কাটা পড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের (৬০)। পরে আঙুলগুলো জোড়া লাগানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন চিকিৎসকেরা। 

আজ রোববার ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. বিধান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনে কাটা পড়া আহত অধ্যাপক আনু মুহাম্মদের বাঁ পায়ের আঙুল যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে পাঁচটা আঙুলের একটাও রাখা সম্ভব নয়। এ ছাড়া বাঁ পায়ের পাতার টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে। ডান পায়ের বৃদ্ধাঙ্গুলেও হালকা ক্ষতি হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগ, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ ও ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসক বিষয়টি দেখছেন। বর্তমানে তিনি (আনু মুহাম্মদ) অপারেশন থিয়েটারে আছেন। তবে তাঁর অবস্থা স্ট্যাবল আছে।’ 

এর আগে রোববার সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

আনু মুহাম্মদের সঙ্গে থাকা মো. মাহাতাব বলেন, ট্রেনটি খিলগাঁও ক্রসিং এলাকায় পৌঁছালে গতি কমিয়ে দেয়। তখন সেখানে ট্রেন থেকে নামছিলেন তিনি। তবে নামার সময় তাঁর পা পিছলে মাজা পর্যন্ত চাকার নিচে চলে যায়। এমন সময় ট্রেনটি চলতে শুরু করে। দেখতে পেয়ে দ্রুত তাঁকে ট্রেনের নিচ থেকে বের করা হলেও চাকার নিচে পায়ের আঙুলগুলো কাটা পড়ে। 

আনু মুহাম্মদস্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক (মেডিসিন) ডা. মো. হারুন অর রশিদ জানান, দিনাজপুরের ফুলবাড়িয়ায় গিয়েছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ। বিভিন্ন সময়ে কয়লাখনির শ্রমিকদের মৃত্যুতে দিনাজপুরে গতকাল (শনিবার) একটি শোকসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় অংশ নিতে গিয়েছিলেন তিনি। আজ (রোববার) দিনাজপুরের ফুলবাড়ী থেকে ট্রেনে ঢাকায় ফিরছিলেন। 

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বলেন, ‘কীভাবে দুর্ঘটনা ঘটেছে, বিস্তারিত জানতে হাসপাতালে আছি। তবে যতটুকু জানা গেছে, খিলগাঁও ক্রসিং এলাকায় একটি ট্রেনের চাকায় পায়ের আঙুল কাটা পড়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত