নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর দুই সিটি করপোরেশনে কয়েক দিনব্যাপী চালানো বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম তিন দিনে পৌনে দুই লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এসব টিকা সেরাম উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার।
দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ক্যাম্পেইনে তিন দিনে মোট ১ লাখ ৩ হাজার ৬২৯ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৫০ হাজার ৮৭৩ জন এবং নারী ৫২ হাজার ৭৫৬ জন।
এতে আরও বলা হয়, প্রথম দিনে গত মঙ্গলবার দেওয়া হয় ২৬ হাজার ১৬৬ জনকে। দ্বিতীয় দিনে বুধবার ৩৩ হাজার ৬০ জনকে এবং বৃহস্পতিবার ৪৪ হাজার ৪০৩ জনকে দেওয়া হয়েছে টিকা।
অন্যদিকে, উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, ৫৪টি ওয়ার্ডের ৫৫টি কেন্দ্রে তিন দিনে মোট ৭৪ হাজার ২৮৮ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৫ হাজার ৭১৬ জন এবং নারী ৩৮ হাজার ৫৭২ জন।
ডিএনসিসিতে প্রথম দিনে ১৯ হাজার ১৪২ জনকে, দ্বিতীয় দিনে ২৩ হাজার ৮৯৪ জনকে এবং তৃতীয় দিনে ৩১ হাজার ২৫২ জনকে দেওয়া হয়েছে টিকা।
এদিকে, নিবন্ধনের মাধ্যমে চলা টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। এরপর থেকে গতকাল বুধবার পর্যন্ত দুই ডোজ মিলে টিকা দেওয়া হয়েছে ৯ কোটি ২৮ লাখের বেশি।
এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৮৯৯ জন। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন তিন কোটি ৫৬ লাখ ৯০ হাজার ৩৫৮ জন। বর্তমানে আঠারো বছরের বেশি যেকোনো ব্যক্তি টিকা নিতে পারছেন। এ ছাড়া ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরও দেওয়া হচ্ছে টিকা।
রাজধানীর দুই সিটি করপোরেশনে কয়েক দিনব্যাপী চালানো বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম তিন দিনে পৌনে দুই লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এসব টিকা সেরাম উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার।
দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ক্যাম্পেইনে তিন দিনে মোট ১ লাখ ৩ হাজার ৬২৯ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৫০ হাজার ৮৭৩ জন এবং নারী ৫২ হাজার ৭৫৬ জন।
এতে আরও বলা হয়, প্রথম দিনে গত মঙ্গলবার দেওয়া হয় ২৬ হাজার ১৬৬ জনকে। দ্বিতীয় দিনে বুধবার ৩৩ হাজার ৬০ জনকে এবং বৃহস্পতিবার ৪৪ হাজার ৪০৩ জনকে দেওয়া হয়েছে টিকা।
অন্যদিকে, উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, ৫৪টি ওয়ার্ডের ৫৫টি কেন্দ্রে তিন দিনে মোট ৭৪ হাজার ২৮৮ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৫ হাজার ৭১৬ জন এবং নারী ৩৮ হাজার ৫৭২ জন।
ডিএনসিসিতে প্রথম দিনে ১৯ হাজার ১৪২ জনকে, দ্বিতীয় দিনে ২৩ হাজার ৮৯৪ জনকে এবং তৃতীয় দিনে ৩১ হাজার ২৫২ জনকে দেওয়া হয়েছে টিকা।
এদিকে, নিবন্ধনের মাধ্যমে চলা টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। এরপর থেকে গতকাল বুধবার পর্যন্ত দুই ডোজ মিলে টিকা দেওয়া হয়েছে ৯ কোটি ২৮ লাখের বেশি।
এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৮৯৯ জন। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন তিন কোটি ৫৬ লাখ ৯০ হাজার ৩৫৮ জন। বর্তমানে আঠারো বছরের বেশি যেকোনো ব্যক্তি টিকা নিতে পারছেন। এ ছাড়া ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরও দেওয়া হচ্ছে টিকা।
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
২ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
২ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা-পুলিশ। গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপ
২ ঘণ্টা আগেখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে রূপসা উপজেলার নন্দনপুর জামরুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে