Ajker Patrika

রাজধানীতে হোমিও চিকিৎসকের ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই চিকিৎসকের নাম আরাফাত হোসেন খান (৩৫)। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিউ এলিফ্যান্ট রোডে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢামেকে নিলে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতালে মৃত আরাফাত হোসেনের বাবা ডা. গোলাম হোসেন জানান, তাঁদের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায়। এক ছেলে ও স্ত্রীকে নিয়ে নিউ এলিফ্যান্ট রোডের একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকতেন আরাফাত হোসেন খান এবং কাঁটাবন এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার করতেন।

গোলাম হোসেন আরও জানান, মানসিক সমস্যায় ভুগছিলেন আরাফাত। তাঁকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হচ্ছিল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেন তিনি। পরিবারের সদস্যরা টের পেয়ে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত