নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে নির্বাচনে ধর্মীয় সহিংসতা রোধে ধর্মীয় নেতাদের এগিয়ে আসতে হবে। ধর্ম নিয়ে শহরে ও গ্রামে শিক্ষামূলক প্রচার করতে হবে। নির্বাচন কমিশন ও রাষ্ট্রকে আরও শক্তিশালী হতে হবে ধর্মীয় সহিংসতা রোধে।
আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে ইয়ং উইমেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনে (ওয়াইডাব্লিউসিএ) অনুষ্ঠিত নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সম্প্রীতি সুরক্ষা বিষয়ে আন্তঃধর্মীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল অ্যান্ড আরবান পুওরর্স পার্টনার ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (রূপসা)। এতে সহায়তা করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।
সংলাপে সভাপতিত্ব করেন রূপসার নির্বাহী পরিচালক হিরণ্ময় মণ্ডল। সভায় রাজনীতিবিদ, ধর্মীয় নেতা, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
আলোচনায় হিরণ্ময় মণ্ডল বলেন, বাস্তব জীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও অসহিষ্ণু আচরণ, ঘৃণাবাচক বক্তব্য এবং অপ তথ্য ছড়ানো বন্ধ করতে হবে। এ জন্য যথাযথ ধর্মীয় বিধান অনুসরণ করতে হবে। ধর্মীয় ইস্যুতে প্রতিক্রিয়া দেখানো ও সহিংসতা রোধে ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআরআইর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর ক্রেগ হ্যালস্টেড। সংলাপে বিশেষ অতিথি ছিলেন আইআরআই’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ। বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় প্রচার সম্পাদক সুরেশ চক্রবর্তী। প্যানেল আলোচক ছিলেন, গাজীপুর আল-আকসা জামে মসজিদের খতিব মাওলানা মোতাহার হোসেন আজাদী, কল্যাণপুর ক্যাথলিক চার্জের পাস্টর বিষ্ণুপদ রোমিও, ঢাকার শ্রী শ্রী কালী মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত প্রকাশ চক্রবর্তী, মিটফোর্ড টাউন জামে মসজিদের ইমাম ওমর ফারুক।
মোতাহার হোসেন বলেন, এ ধরনের অনুষ্ঠান গ্রামেও করা উচিত। এতে ধর্ম নিয়ে যারা গোঁড়ামি করেন, তাঁরা সঠিক ব্যাখ্যাটা পাবেন। তাঁরা সচেতন হতে পারবেন।
বিষ্ণুপদ রোমিও বলেন, তাঁদের ধর্মে কখনো সহিংসতার কথা বলা হয়নি। বরং সহমর্মিতার কথা বলা হয়েছে।
বাংলাদেশ যুব হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক নিলয় পাল বলেন, বাংলাদেশে প্রায় সব ধরনের নির্বাচনেই সহিংসতা হয়। এটা দিন দিন বেড়েই চলেছে। এটা থেকে বের হয়ে আসতে হবে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। নির্বাচনে সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনকে আরও বেশি শক্তিশালী করতে হবে।
সংলাপে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সাংগঠনিক রঞ্জন সরকার, ছাত্রলীগের উপ-সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক হামজা রহমান অন্তর, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সম্পাদক উৎপল ভৌমিক, সাংগঠনিক সম্পাদক নিলয় পাল, ব্যবসায়ী সঞ্জয় দেবনাথ, আব্দুর রব গাজী, রফিকুল ইসলাম রানা, শিক্ষার্থী প্রথমা চাকমা, তানজিম মালিহা, আজিজুল হক রমেল, তাহমিদ বিন জামান প্রমুখ।
দেশে নির্বাচনে ধর্মীয় সহিংসতা রোধে ধর্মীয় নেতাদের এগিয়ে আসতে হবে। ধর্ম নিয়ে শহরে ও গ্রামে শিক্ষামূলক প্রচার করতে হবে। নির্বাচন কমিশন ও রাষ্ট্রকে আরও শক্তিশালী হতে হবে ধর্মীয় সহিংসতা রোধে।
আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে ইয়ং উইমেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনে (ওয়াইডাব্লিউসিএ) অনুষ্ঠিত নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সম্প্রীতি সুরক্ষা বিষয়ে আন্তঃধর্মীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল অ্যান্ড আরবান পুওরর্স পার্টনার ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (রূপসা)। এতে সহায়তা করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।
সংলাপে সভাপতিত্ব করেন রূপসার নির্বাহী পরিচালক হিরণ্ময় মণ্ডল। সভায় রাজনীতিবিদ, ধর্মীয় নেতা, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
আলোচনায় হিরণ্ময় মণ্ডল বলেন, বাস্তব জীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও অসহিষ্ণু আচরণ, ঘৃণাবাচক বক্তব্য এবং অপ তথ্য ছড়ানো বন্ধ করতে হবে। এ জন্য যথাযথ ধর্মীয় বিধান অনুসরণ করতে হবে। ধর্মীয় ইস্যুতে প্রতিক্রিয়া দেখানো ও সহিংসতা রোধে ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআরআইর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর ক্রেগ হ্যালস্টেড। সংলাপে বিশেষ অতিথি ছিলেন আইআরআই’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ। বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় প্রচার সম্পাদক সুরেশ চক্রবর্তী। প্যানেল আলোচক ছিলেন, গাজীপুর আল-আকসা জামে মসজিদের খতিব মাওলানা মোতাহার হোসেন আজাদী, কল্যাণপুর ক্যাথলিক চার্জের পাস্টর বিষ্ণুপদ রোমিও, ঢাকার শ্রী শ্রী কালী মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত প্রকাশ চক্রবর্তী, মিটফোর্ড টাউন জামে মসজিদের ইমাম ওমর ফারুক।
মোতাহার হোসেন বলেন, এ ধরনের অনুষ্ঠান গ্রামেও করা উচিত। এতে ধর্ম নিয়ে যারা গোঁড়ামি করেন, তাঁরা সঠিক ব্যাখ্যাটা পাবেন। তাঁরা সচেতন হতে পারবেন।
বিষ্ণুপদ রোমিও বলেন, তাঁদের ধর্মে কখনো সহিংসতার কথা বলা হয়নি। বরং সহমর্মিতার কথা বলা হয়েছে।
বাংলাদেশ যুব হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক নিলয় পাল বলেন, বাংলাদেশে প্রায় সব ধরনের নির্বাচনেই সহিংসতা হয়। এটা দিন দিন বেড়েই চলেছে। এটা থেকে বের হয়ে আসতে হবে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। নির্বাচনে সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনকে আরও বেশি শক্তিশালী করতে হবে।
সংলাপে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সাংগঠনিক রঞ্জন সরকার, ছাত্রলীগের উপ-সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক হামজা রহমান অন্তর, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সম্পাদক উৎপল ভৌমিক, সাংগঠনিক সম্পাদক নিলয় পাল, ব্যবসায়ী সঞ্জয় দেবনাথ, আব্দুর রব গাজী, রফিকুল ইসলাম রানা, শিক্ষার্থী প্রথমা চাকমা, তানজিম মালিহা, আজিজুল হক রমেল, তাহমিদ বিন জামান প্রমুখ।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
৮ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে