নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্যানেলভিত্তিক নিয়োগসহ তিন দফা দাবিতে ৩৩ দিন ধরে শাহবাগে গণ অনশন কর্মসূচি পালন করছেন এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) নিবন্ধন সনদপ্রাপ্ত শিক্ষকেরা। দাবিগুলো মেনে নেওয়া না হলে শাহবাগেই অনশনরত অবস্থায় ঈদ কাটবে বলে জানিয়েছেন প্যানেল-প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আমির হোসেন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের দাবিগুলো যৌক্তিক। এনটিআরসিএর পরীক্ষা দিয়ে পাস করে আমরা চাকরির সনদ পেয়েছি। তাহলে চাকরি না দিয়ে আমাদের সঙ্গে কেন তামাশা করা হচ্ছে?’
প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে গত ৫ জুন থেকে শাহবাগে গণ অনশন কর্মসূচি পালন করছেন নিবন্ধন সনদপ্রাপ্ত শিক্ষকেরা। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে তাঁদের অনশন। শিক্ষকদের দাবিগুলো হলো— এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগ দিতে হবে; বৈধ সনদধারী চাকরিপ্রত্যাশীদের নিয়োগ না দেওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা স্থগিত রাখতে হবে; ইনডেক্সধারীদের প্যানেলে অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।
অনশন কর্মসূচিতে অংশ নেওয়া নিবন্ধনধারীদের অভিযোগ, নিয়োগ সুপারিশের প্রলোভন দেখিয়ে এনটিআরসিএ হাজার হাজার আবেদনের বিপরীতে নিয়োগপ্রত্যাশীদের সর্বস্বান্ত করে ফেলছে। এনটিআরসিএর গাফিলতির কারণে অনেকে অবৈধ সনদ নিয়েও চাকরি করছেন। অথচ বৈধ সনদধারীরা অযোগ্য হচ্ছেন।
এক মাসেরও বেশি সময়য়ধরে এই গণ অনশন কর্মসূচি চললেও এখন পর্যন্ত এনটিআরসিএ বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা অনশনকারীদের সঙ্গে কথা বলতে আসেননি। এ নিয়ে ক্ষুব্ধ তাঁরা।
এ বিষয়ে নীলিমা চক্রবর্তী নামের একজন নিয়োগপ্রত্যাশী বলেন, ‘এক মাস ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে অনশন চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ— কেউ আমাদের পাশে দাঁড়াল না।’
জানতে চাইলে এনটিআরসিএর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশ আসে, আমরা সেভাবেই সব করি। আমাদের যদি মন্ত্রণালয় বলে এই তিন দফা দাবি মেনে নিয়ে সে অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাতে হবে, তাহলে আমরা সেটাই করব।’
প্যানেলভিত্তিক নিয়োগসহ তিন দফা দাবিতে ৩৩ দিন ধরে শাহবাগে গণ অনশন কর্মসূচি পালন করছেন এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) নিবন্ধন সনদপ্রাপ্ত শিক্ষকেরা। দাবিগুলো মেনে নেওয়া না হলে শাহবাগেই অনশনরত অবস্থায় ঈদ কাটবে বলে জানিয়েছেন প্যানেল-প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আমির হোসেন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের দাবিগুলো যৌক্তিক। এনটিআরসিএর পরীক্ষা দিয়ে পাস করে আমরা চাকরির সনদ পেয়েছি। তাহলে চাকরি না দিয়ে আমাদের সঙ্গে কেন তামাশা করা হচ্ছে?’
প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে গত ৫ জুন থেকে শাহবাগে গণ অনশন কর্মসূচি পালন করছেন নিবন্ধন সনদপ্রাপ্ত শিক্ষকেরা। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে তাঁদের অনশন। শিক্ষকদের দাবিগুলো হলো— এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগ দিতে হবে; বৈধ সনদধারী চাকরিপ্রত্যাশীদের নিয়োগ না দেওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা স্থগিত রাখতে হবে; ইনডেক্সধারীদের প্যানেলে অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।
অনশন কর্মসূচিতে অংশ নেওয়া নিবন্ধনধারীদের অভিযোগ, নিয়োগ সুপারিশের প্রলোভন দেখিয়ে এনটিআরসিএ হাজার হাজার আবেদনের বিপরীতে নিয়োগপ্রত্যাশীদের সর্বস্বান্ত করে ফেলছে। এনটিআরসিএর গাফিলতির কারণে অনেকে অবৈধ সনদ নিয়েও চাকরি করছেন। অথচ বৈধ সনদধারীরা অযোগ্য হচ্ছেন।
এক মাসেরও বেশি সময়য়ধরে এই গণ অনশন কর্মসূচি চললেও এখন পর্যন্ত এনটিআরসিএ বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা অনশনকারীদের সঙ্গে কথা বলতে আসেননি। এ নিয়ে ক্ষুব্ধ তাঁরা।
এ বিষয়ে নীলিমা চক্রবর্তী নামের একজন নিয়োগপ্রত্যাশী বলেন, ‘এক মাস ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে অনশন চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ— কেউ আমাদের পাশে দাঁড়াল না।’
জানতে চাইলে এনটিআরসিএর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশ আসে, আমরা সেভাবেই সব করি। আমাদের যদি মন্ত্রণালয় বলে এই তিন দফা দাবি মেনে নিয়ে সে অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাতে হবে, তাহলে আমরা সেটাই করব।’
গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সাত আসামিকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ।
১৪ মিনিট আগেস্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বাসায় বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বাসচালকের সহকারী (হেলপার) অলি মিয়াকে। পরে লাশটি আট খণ্ড করে হত্যাকাণ্ডের প্রমাণ লোপাট করতেই একটি ট্রাভেল ব্যাগে মাথাবিহীন লাশ গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় ফেলে দেন হত্যাকারীরা।
৩৮ মিনিট আগেদেশের মানুষকে জিম্মি করে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পরিবহন ধর্মঘট বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, জনগণের যাতায়াতকে অবরুদ্ধ করে দাবি আদায়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা আবারও ধর্মঘটের পথে হাঁটছেন, যা গ্রহণযোগ্য নয়।
৪১ মিনিট আগেসিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। অবরোধ শেষে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়কযোগাযোগ।
৪৩ মিনিট আগে