Ajker Patrika

তদন্ত কর্মকর্তার সঙ্গে ভ্রূণ হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিদেশ যাত্রা! 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মার্চ ২০২২, ২৩: ২৯
তদন্ত কর্মকর্তার সঙ্গে ভ্রূণ হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিদেশ যাত্রা! 

ভ্রূণ হত্যার অভিযোগ এনে পুলিশ সদর দপ্তরের সাপ্লাই শাখার সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছিলেন ভুক্তভোগী এক নারী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অভিযোগটি আমলে নিয়ে এক যুগ্ম সচিবকে তদন্তের দায়িত্বও দিয়েছিলেন। তদন্ত চলাকালীন সেই কর্মকর্তার সঙ্গেই এবার সরকারি কাজে বিদেশ যাচ্ছেন অভিযুক্তসহ তিন কর্মকর্তা।

গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার উপ সচিব আব্দুল মতিন স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে দেখা গেছে, সোমবার ২১ মার্চ থেকে পরবর্তী কয়েক দিনের মধ্যে পাঁচ দিনের জন্য তাদের আমেরিকা যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ‘মোবাইল নজরদারি টাওয়ারে’ ফ্যাক্টরি একসেপটেন্স টেস্টের জন্য তারা যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবুল ফজল মীরের সঙ্গে যাচ্ছেন সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মহিউদ্দিন ফারুকী ও অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম।
 
খোঁজ নিয়ে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই যুগ্ম সচিব ইতিমধ্যে দুদিন আগে বিদেশে পাড়ি দিয়েছেন। আর পুলিশ কর্মকর্তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। তবে তারাও গিয়েছেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখায় যোগাযোগ করলেও তারা কোনো তথ্য দিতে পারেননি। 

এদিকে ভুক্তভোগী ওই নারী আজকের পত্রিকাকে বলেছেন, ‘তাঁর লিখিত অভিযোগের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। গত ফেব্রুয়ারি ৭ তারিখে এই তদন্তকারী কর্মকর্তা যুগ্ম সচিব মো. আবুল ফজলুল মীরের সঙ্গে দেখা করে সমস্ত কাগজপত্র দিয়ে এসেছেন। সে তদন্ত চলমান। এর মাঝেই অভিযুক্তের সঙ্গে বিদেশ যাত্রায় সঠিক বিচার না পাওয়ার শঙ্কা দেখছেন তিনি।’ 

অন্যদিকে ওই তদন্ত চলাকালীনই ভ্রূণ হত্যার অভিযোগে মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী। গত মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতের এই মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৮ মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানিয়েছেন, ইতিমধ্যে তদন্তের ভার দেওয়া হয়েছে ডিবি রমনা শাখাকে। সেই শাখার উপকমিশনার (ডিসি) আজিমুল হককে কয়েকবার ফোন দেওয়া হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত