ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে স্থানীয় সাংবাদিকের সহায়তায় তাঁর বাড়ির পাশে জঙ্গল থেকে এক মেয়ে নবজাতককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। পরে নবজাতককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ সোমবার ভোর ৫টার দিকে পৌরসভার বরাত নগর এলাকার একটি জঙ্গল থেকে ওই নবজাতককে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর বরাত নগর এলাকায় কান্নার শব্দ পান ধামরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও একটি জাতীয় দৈনিকের ধামরাই প্রতিনিধি মো. ওয়াসিম হোসেন। পরে তিনি কাছে গিয়ে দেখেন একটি নবজাতক শিশু কান্না করছে। পরে তিনি আশপাশের লোকজন ও পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
সাংবাদিক ওয়াসিম হোসেন বলেন, ‘আজ ভোরে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার সময় বাসার পশ্চিম পাশে একটি জঙ্গলের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ পেয়ে কাছে গিয়ে দেখি একটি মেয়ে নবজাতক সেখানে জীবিত অবস্থায় পড়ে আছে। পরে বিষয়টি বরাত নগর মহল্লার লোকজনকে জানাই এবং ধামরাই থানায় খবর দেই। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা বলেন, ‘আজ সকালে একটি কন্যা নবজাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মুমূর্ষু অবস্থা দেখে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় একটি কন্যা নবজাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
ঢাকার ধামরাইয়ে স্থানীয় সাংবাদিকের সহায়তায় তাঁর বাড়ির পাশে জঙ্গল থেকে এক মেয়ে নবজাতককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। পরে নবজাতককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ সোমবার ভোর ৫টার দিকে পৌরসভার বরাত নগর এলাকার একটি জঙ্গল থেকে ওই নবজাতককে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর বরাত নগর এলাকায় কান্নার শব্দ পান ধামরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও একটি জাতীয় দৈনিকের ধামরাই প্রতিনিধি মো. ওয়াসিম হোসেন। পরে তিনি কাছে গিয়ে দেখেন একটি নবজাতক শিশু কান্না করছে। পরে তিনি আশপাশের লোকজন ও পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
সাংবাদিক ওয়াসিম হোসেন বলেন, ‘আজ ভোরে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার সময় বাসার পশ্চিম পাশে একটি জঙ্গলের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ পেয়ে কাছে গিয়ে দেখি একটি মেয়ে নবজাতক সেখানে জীবিত অবস্থায় পড়ে আছে। পরে বিষয়টি বরাত নগর মহল্লার লোকজনকে জানাই এবং ধামরাই থানায় খবর দেই। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা বলেন, ‘আজ সকালে একটি কন্যা নবজাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মুমূর্ষু অবস্থা দেখে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় একটি কন্যা নবজাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে (২২) হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
১৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে হারুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
৩৪ মিনিট আগে‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মূল গেট বন্ধ করে দিয়েছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছেন। এতে ডিএই–এর অনেক কর্মকর্তা অফিসে ঢুকতে পারেননি।
৩৬ মিনিট আগেকায়ছার ইমরান বাবুল শ্রীরামপাশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের বড় ছেলে। তিনি ২০২১ সালে দুওজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে বিজয়ী হননি।
৩৭ মিনিট আগে