Ajker Patrika

ধামরাইয়ে জঙ্গল থেকে মেয়ে নবজাতক উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ে জঙ্গল থেকে মেয়ে নবজাতক উদ্ধার

ঢাকার ধামরাইয়ে স্থানীয় সাংবাদিকের সহায়তায় তাঁর বাড়ির পাশে জঙ্গল থেকে এক মেয়ে নবজাতককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। পরে নবজাতককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ সোমবার ভোর ৫টার দিকে পৌরসভার বরাত নগর এলাকার একটি জঙ্গল থেকে ওই নবজাতককে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর বরাত নগর এলাকায় কান্নার শব্দ পান ধামরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও একটি জাতীয় দৈনিকের ধামরাই প্রতিনিধি মো. ওয়াসিম হোসেন। পরে তিনি কাছে গিয়ে দেখেন একটি নবজাতক শিশু কান্না করছে। পরে তিনি আশপাশের লোকজন ও পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

সাংবাদিক ওয়াসিম হোসেন বলেন, ‘আজ ভোরে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার সময় বাসার পশ্চিম পাশে একটি জঙ্গলের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ পেয়ে কাছে গিয়ে দেখি একটি মেয়ে নবজাতক সেখানে জীবিত অবস্থায় পড়ে আছে। পরে বিষয়টি বরাত নগর মহল্লার লোকজনকে জানাই এবং ধামরাই থানায় খবর দেই। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা বলেন, ‘আজ সকালে একটি কন্যা নবজাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মুমূর্ষু অবস্থা দেখে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় একটি কন্যা নবজাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত