Ajker Patrika

ডিএনসিসিতে ৬ লাখ ৭৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুন ২০২২, ২০: ০০
ডিএনসিসিতে ৬ লাখ ৭৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

১২-১৫ জুন সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) পালিত হবে। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ৬ লাখ ৭৫ হাজার ৫৯২ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস। এ সময় ডিএনসিসির মোট ১ হাজার ৯০৫টি কেন্দ্র থেকে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

আজ বুধবার ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

ক্যাম্পেইন সফল করতে সিটি করপোরেশন থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে সভা করা হচ্ছে। ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আমরা নিশ্চিত করার চেষ্টা করছি, একটি শিশুও যেন ভিটামিন এ থেকে বঞ্চিত না হয়।’ 

অনুষ্ঠানে ডিএনসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল গোলাম মোস্তফা সারওয়ার একটি ধারণাপত্র তুলে ধরেন। এতে ভিটামিন ‘এ’ এর অভাবে স্বাস্থ্যঝুঁকির বিষয়ে ব্যাখ্যা করেন। তিনি বলেন, শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টি শক্তির জন্য ভিটামিন ‘এ’ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এটি চোখের স্বাভাবিক দৃষ্টি শক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে থাকে। এর অভাবে রাতকানাসহ চোখের অন্যান্য রোগ, শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, রক্ত শূন্যতা এমনকি শিশুর মৃত্যুও হতে পারে। 

ডিএনসিসি সূত্র জানিয়েছে, ক্যাম্পেইনের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে ৬-১১ মাস বয়সী সকল শিশুদের ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে। এ ছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বার্তা প্রচার করা হবে। এ কার্যক্রমের অংশ হিসেবে ডিএনসিসির ১০টি অঞ্চলের আওতাধীন ৫৪টি ওয়ার্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত