Ajker Patrika

মিলের হুপার ভেঙে নিহতের পরিবারকে সোয়া ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
Thumbnail image

টাঙ্গাইলের গোপালপুরে অটো রাইস মিলের হুপার ভেঙে ৩ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল নামক স্থানে একতা এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। 

এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার এবং মিল মালিকের পক্ষ থেকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। 

নিহতরা হলেন-কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ভবদার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আরিফ (২৮), একই জেলার গারাহারা গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২)। 

অটো রাইস মিলের হুপার ভেঙে পড়ে যাওয়ায় শ্রমিক নিচে চাপা পড়েনপ্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে ওই অটো রাইস মিলে নতুন হুপার সংযোজন করা হয়। সেখানে রাতের শিফটে ৬ শ্রমিক কাজ শুরু করেন। পরে রাত ৯টার দিকে বিকট শব্দে প্রায় এক হাজার মন বস্তাভর্তি চালসহ হুপার ভেঙে পড়ে। এ সময় কর্মরত শ্রমিকেরা হুপারের নিচে চাপা পড়েন। 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ‘খবর পেয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত নুরুল ইসলামকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে আরও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।’ 

ওসি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত