Ajker Patrika

রাজধানীতে নগদের প্রশাসকের ওপর ‘হাতুড়ি হামলা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ব্যাংকের বিধি মেনেই পরিচালিত হচ্ছে নগদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের বিধি মেনেই পরিচালিত হচ্ছে নগদ। ছবি: সংগৃহীত

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে রাজধানীর বনানী ১২ নম্বর সড়কে তাঁর ওপর হামলা হয়। এতে তিনিসহ তার গাড়িচালক আহত হন। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর গাড়িও ভাঙচুর করে।

জানা গেছে, বুধবার বিকেলে মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস থেকে বের হয়ে গুলশানে যাচ্ছিলেন। এ সময় তাঁকে অনুসরণ করে একদল দুর্বৃত্ত। তাঁর ব্যক্তিগত গাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে গাড়ির চালক আহত হন, গাড়িও ভাঙচুর করা হয়। এরপরে বদিউজ্জামান দিদারের ওপর হামলা চালায় দুর্বত্তরা।

রাতে এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, নগদের এক কর্মকর্তার গাড়িতে হাতুড়ি দিয়ে হামলা ও ভাঙচুর করার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। দুজন দুর্বৃত্ত তাঁর গাড়িতে হামলা চালায়। সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশ জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। তবে এ ঘটনার পর রাত ৯টা পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ করেনি কেউ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত