Ajker Patrika

জাল ভোট দেওয়ায় শামীম ওসমানের দুই কর্মীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাল ভোট দেওয়ায় শামীম ওসমানের দুই কর্মীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ–৪ আসনে ফতুল্লার একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জানুয়ারি) বিকেলে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক হন তাঁরা। 

রাতেই তাঁদের দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল হক। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকার ইস্রাফিল ও পূর্ব দেলপাড়া এলাকার জামাল হোসেন। তাঁরা স্থানীয় যুবলীগ কর্মী হিসেবে পরিচিত ও সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী। 

উল্লেখ্য, নারায়ণগঞ্জ–৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের বিপরীতে শক্ত কোনো প্রার্থী না থাকায় সহজে জয় পেয়েছেন তিনি। নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির মুরাদ হোসেন জামাল গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৯ ভোট। এ নিয়ে টানা তৃতীয় ও মোট চারবার এমপি হলেন শামীম ওসমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত