Ajker Patrika

সিদ্ধিরগঞ্জ মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৩: ০১
সিদ্ধিরগঞ্জ মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা 

দেশব্যাপী টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে বিএনপি-জামায়াতের। কর্মসূচি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে মহড়া দিচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আজ বুধবার সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের সাইনবোর্ড, সানারপাড়, মৌচাক ও চিটাগাং রোডের শিমরাইল মোড়ে এমন দৃশ্য দেখা গেছে।

এদিকে দুই দলের অবরোধ ঘিরে মহাসড়কের প্রতিটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুত তারা। জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনে কঠোর অবস্থানে যাবে প্রশাসন এমনটাই জানান।

অন্যদিকে আজ সকালে সাইনবোর্ড ও মাদানীনগর এলাকায় ঝটিকা অবরোধ করে দ্রুত স্থান ত্যাগ করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এখন পর্যন্ত আশানুরূপ তেমন অবরোধ দেখাতে ব্যর্থ হয়েছে উভয়ে।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান বলেন, বিএনপি অবরোধের নামে যেন কোনো প্রকার নাশকতা বা অগ্নি-সন্ত্রাস না করতে পারে, সে জন্য নেতা-কর্মী নিয়ে অবস্থান করছেন। বিরোধী দলকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সড়কের কোথাও যেন কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত