Ajker Patrika

হেফাজত নেতা মামুনুল আরও ৩ দিনের রিমান্ডে

প্রতিনিধি
হেফাজত নেতা মামুনুল আরও ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ: হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার আরেকটি মামলায় দলটির সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হককে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআইয়ের করা এই মামলায় আজ সোমবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস এ আদেশ দেন।

এর আগে ১২মে আরও পাঁচ মামলায় মামুনুল হককে ১৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ওই দিন কাশিমপুর কারাগার থেকে ভার্চ্যুয়াল আদালতে যুক্ত ছিলেন মামুনুল হক।

পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, হরতালের নাশতার একটি মামলায় মামুনুল হক গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, ২৮মে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের নারায়ণগঞ্জে শিমরাইল থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬টি মামলা হয়। গত ১৫ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে একটি মামলার দায়িত্ব নেয় পিবিআই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত