Ajker Patrika

ঈদের ছুটিতে ঢাকায় বেড়াতে আসার পথে ইয়াবা আনেন তাঁরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৮: ৫৭
ঈদের ছুটিতে ঢাকায় বেড়াতে আসার পথে ইয়াবা আনেন তাঁরা

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে পৃথক দুটি বাস থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই দুজন টাকার বিনিময়ে ঢাকায় বেড়াতে আসার নামে মাদক নিয়ে আসেন। ঈদের ছুটিতে খাগড়াছড়ি থেকে ঢাকায় আসছিলেন বলে জানানো হয়েছে। 

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপরে খাগড়াছড়ি থেকে আসা শান্তি পরিবহনের দুটি পৃথক বাস থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন দক্ষিণ কার্যালয়ের সূত্রাপুর সার্কেলের উপপরিদর্শক মো. আব্দুল মতিন মিয়া। 

উপপরিদর্শক মতিন মিয়া জানান, আজ ভোরে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় খাগড়াছড়ি থেকে ঢাকায় আসা শান্তি পরিবহনের দুটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় প্রথমে একটি বাস থেকে তিন হাজার ইয়াবাসহ একজনকে এবং পরে দুই হাজার ইয়াবাসহ আরেকজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চোকোথাইন তঞ্চঙ্গ্যা (৩৫) ও মংকোথাইন তঞ্চঙ্গ্যা (৩৫)। তাঁদের দুজনের বাড়ি টেকনাফের হোয়াইক্যং এলাকায়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে গ্রেপ্তারকৃতরা গাজীপুরের জয়দেবপুর এলাকায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। প্রতি চালানে তারা ২০ হাজার টাকা করে পেতেন। ঈদের ছুটিতে ঢাকা শহরে ঘুরতে আসার পাশাপাশি নগদ অর্থের লোভে তাঁরা ইয়াবা পাচারে জড়িয়েছে বলে জানান। 

পরিচয় ঢাকতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে তাঁরা কক্সবাজার থেকে প্রথমে বান্দরবান যান। বান্দরবান থেকে নৌপথে রাঙামাটি পৌঁছান এবং সেখান থেকে বাসে ফেনীতে যান। পরে সেখান থেকে বাস বদল করে খাগড়াছড়ির বাসে উঠে ঢাকায় আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত