Ajker Patrika

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার পর গায়ে আগুন, তরুণীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার পর গায়ে আগুন, তরুণীর মৃত্যু

নারায়ণগঞ্জে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া গৃহবধূ মরিয়ম (২২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। গতকাল সোমবার রাত ১১টায় প্রবাসী স্বামীর সঙ্গে কথা–কাটাকাটির পর মরিয়ম নিজ গায়ে আগুন দেয় বলে জানা যায়। 

নিহত মরিয়ম বন্দর উপজেলার কল্যান্দি এলাকার মামুন মিয়ার স্ত্রী। তিনি নাসিকের ২২ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

প্রতিবেশীরা বলছে, মরিয়মের স্বামী মামুন কাজের সুবাদে বিদেশে থাকেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোবাইলে তাঁর স্বামীর সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রান্না ঘরে থাকা স্টোভ চুলার কেরোসিন গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। পরে তাঁর ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে। এরপর প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত