Ajker Patrika

বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৫: ৪৮
বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, যুবক গ্রেপ্তার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. সালাউদ্দিন। গত রোববার পুরান ঢাকার চকবাজারের হোসেনি দালান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেওয়া সিটি সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের সাইবার ইন্টেল টিমের সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার দাশ জানান, বিভিন্ন অনলাইন রুটিন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে রাষ্ট্রের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তথ্য বিকৃত করে প্রচার করাসহ বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক পোস্ট চোখে পড়ে। তখন এটি নিয়ে কাজ শুরু করে সিটি সাইবার পুলিশ। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ওই ফেসবুক আইডিটি শনাক্ত করে তাঁর অবস্থান নিশ্চিত করা হয়। এরপর রোববার (১৪ আগস্ট) বিকেলে চকবাজারের হোসেনি দালান রোডের এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ব্যঙ্গাত্মক পোস্ট করা ফেসবুক আইডি লগইন অবস্থায় একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

রমনা মডেল থানায় করা মামলায় গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। 

অমিত কুমার দাশ আরও জানান, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত