Ajker Patrika

এবার অনশনে ৪৩ বিসিএসের গেজেট থেকে বাদ পড়া কয়েকজন

ঢাবি সংবাদদাতা
গেজেটভুক্ত করার দাবিতে ৪৩ বিসিএসের কয়েকজন প্রার্থী অনশনের বসেছেন। ছবি: আজকের পত্রিকা
গেজেটভুক্ত করার দাবিতে ৪৩ বিসিএসের কয়েকজন প্রার্থী অনশনের বসেছেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ৪৩ বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া কয়েকজন প্রার্থী আমরণ অনশন শুরু করেছেন। অবিলম্বে তাঁদের গেজেটভুক্ত করার এবং ভেরিফিকেশন নীতি প্রণয়নের দাবিতে তাঁরা এ কর্মসূচি শুরু করেছেন।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ৪৩ বিসিএসের গেজেট বঞ্চিত অন্তত ১৫ জন প্রার্থী এ অনশন কর্মসূচি শুরু করেন। অনশনের বসা কয়েকজন হলেন ফয়সাল চোকদার, সমরজীৎ চক্রবর্তী, মতিউর রহমান, হান্নান সরকার, দেবাশীষ ঘোষ, মাহমুদুল হাসান ও মাসুমা আক্তার।

অনশনরতরা জানান, গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর পরে পিছিয়ে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের আগে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত এ গেজেটে প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ২২৭ জন বাদ পড়েন।

তাঁরা আরও জানান, বাদ পড়ার সুনির্দিষ্ট কোনো কারণ তাঁদের জানানো হয়নি। ফলে তাঁরা নানা অনিশ্চয়তার মধ্যে জীবন পার করতে শুরু করেন। এ নিয়ে নানা দফায় সংবাদ সম্মেলন, মানববন্ধন, পদযাত্রা ইত্যাদি কর্মসূচি পালন করেছেন তাঁরা।

সর্বশেষ এ মাসের ৯ তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে তাঁদের প্রতিনিধিরা আলোচনা করেন। তখন তাঁদের পয়লা বৈশাখের (১৪ এপ্রিল) আগেই গেজেটভুক্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হয় বলে জানিয়েছেন তাঁরা।

সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মাসুমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের আশ্বাসের পর আমরা তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। তারা কাজ চলমান, আরও এক সপ্তাহ লাগবে, দুই সপ্তাহ লাগতে পারে ইত্যাদি বলে এক অদৃশ্য কারণে সময়ক্ষেপণ করছে।’

তিনি বলেন, ‘আমাদের এ অনশন এবং অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এতে আরও অনেকে যোগ দেবে। এর মধ্যে কয়েকজন আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখবেন। গেজেটভুক্ত করে এবং ভেরিফিকেশন নীতি প্রণয়ন করে নোটিশ না দেওয়া পর্যন্ত এটি চলমান থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত