Ajker Patrika

অনশন স্থগিত করেছেন ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীরা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৬: ২৭
অনশন স্থগিত করেছেন ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীরা

সংবাদ সম্মেলন করে আমরণ অনশনের ঘোষণা দেওয়ার দুই ঘণ্টা পরেই সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন ইডেন কলেজ শাখা লীগের বহিষ্কৃত নেত্রীরা। আজ সোমবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যান তাঁরা। দেড় ঘণ্টা পর অনশন থেকে সরে আসার কথা জানান। 

জানা যায়, বেলা ১টার সময় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যান ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীরা। সে সময় সেখানে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল আওয়াল শামীমের সঙ্গে কথা হয় বহিষ্কৃতদের। বহিষ্কৃতরা নিজেদের দাবি ও অনশনের কথা জানালে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের সঙ্গে মুঠোফোন কথা বলে আশ্বস্ত করেন শামীম। শামীমের আশ্বস্তের পর অনশন থেকে সরে আসেন বহিষ্কৃত নেত্রীরা। 

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মারধরের শিকার হওয়া জান্নাতুল ফেরদৌস জানান, অনশনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা। 

শাখা ছাত্রলীগের বহিষ্কৃত ১নং সহসভাপতি সোনালী আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের নেতারা আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের কথা শুনেছেন। আমাদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের কথাও আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, তাই আমরা আমরণ অনশন কর্মসূচি থেকে সরে এসেছি।’

চাঁদাবাজি, অনিয়ম ও সিট-বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে সদ্য স্থগিত কমিটির শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার অনুসারীদের মারধর, হেনস্তার শিকার হন সহসভাপতি জান্নাতুল ফেরদৌস। মারধর ও হেনস্তাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ক্যাম্পাস। উত্তপ্তের একপর্যায়ে দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। পরে কমিটি স্থগিত ঘোষণা এবং বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ১৬ জন নেত্রীকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ ৷ বহিষ্কারের সিদ্ধান্তকে একপক্ষীয় উল্লেখ করে আমরণ অনশনের ঘোষণা দেন বহিষ্কৃতরা। পরে আওয়ামী লীগ নেতাদের আশ্বস্তের পর অনশন থেকে সরে এলেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত