Ajker Patrika

স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর লাশ নিয়ে গ্রামের বাড়ি পাবনা সদরের রাজাপুরে যাচ্ছিলেন ফরিদুল ইসলাম (৩৪)। রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে স্ত্রীর সঙ্গে তিনিও লাশ হয়ে বাড়ি ফিরেছেন। আজ বুধবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার বালিথা এলাকায় এই ঘটনা ঘটেছে।

ফরিদুল ইসলাম তাঁর স্ত্রী সুলতানা আক্তারকে (২৫) নিয়ে রাজধানীর কামরাঙ্গীরচরে বসবাস করতেন।

মানিকগঞ্জের গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল দাস আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

মানিকগঞ্জের গোলরা হাইওয়ে থানার পুলিশ জানায়, সুলতানা আক্তার অসুস্থ হলে কয়েক দিন আগে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্ত্রীর লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে আজ বুধবার পাবনায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন ফরিদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন মা হেনা খাতুন (৫৫) ও ভাতিজা রাইসুল ইসলাম (৫)।

পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি আজ বেলা ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় পৌঁছালে চাকা ফেটে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাতে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের গাছে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই ফরিদুল ইসলাম মারা যান। আহত হন তাঁর মা ও ভাতিজা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গোলরা হাইওয়ে থানার ওসি রূপল দাস বলেন, ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন। তবে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত