Ajker Patrika

আনিসুল-ফারুক-মেনন-ইনু-কামাল-দীপংকরের বিভিন্ন মেয়াদে রিমান্ড

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ২৩
আনিসুল হক, মোহাম্মদ ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু,  কামাল আহমেদ মজুমদার ও দীপঙ্কর তালুকদার। ফাইল ছবি
আনিসুল হক, মোহাম্মদ ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার ও দীপঙ্কর তালুকদার। ফাইল ছবি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খানসহ সাবেক ৬ মন্ত্রীকে বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম পৃথক পৃথকভাবে রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।

প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা পৃথকভাবে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের তথ্যগুলো আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এসব মন্ত্রীদের বিভিন্ন তারিখ ও সময়ে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যায়ক্রমে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

১০ বছর আগে রাজধানীর ফকিরাপুল এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা মির্জা আব্বাসের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মতিঝিল থানার মামলায় ফারুক খান, ইনু, মেননকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

একই সময়ে মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত