নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপিসহ সরকারবিরোধী আইনজীবীদের পর এবার জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলও আদালত বর্জনের ঘোষণা দিয়েছে। তারা ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি পালন করবে।
আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলে ঘোষণা দেওয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ল ইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন সরকার, সহসভাপতি আবদুল বাতেন, ড. গোলাম রহমান ভূঁইয়াসহ আইনজীবী নেতারা।
মতিউর রহমান আকন্দ বলেন, ‘রাজনৈতিক ঘটনাসমূহ রাজনৈতিকভাবে সমাধান না করে আদালতে টেনে নেওয়া হচ্ছে। রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্রিমিনাল মামলার আসামি সাজিয়ে বিচারের নামে তাঁদের অপমান-অপদস্থ করা হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও জাতীয় নেতৃবৃন্দকে মাসের পর মাস কারাগারে আটক রাখা হয়েছে।’
মতিউর রহমান আরও বলেন, ‘সরকারের জুলুম-নিপীড়ন থেকে আইনজীবীগণও রেহাই পাননি। গণতন্ত্র, মানবাধিকার ও সাংবিধানিক অধিকার হরণ করে দেশকে রাজনীতিহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশের এই পরিস্থিতিতে আমরা আইনজীবীগণ নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আন্দোলনের ধারাবাহিকতায় ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আমরা দেশব্যাপী আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করছি। দেশের সব বারের আইনজীবী ভাই-বোনদের আদালত বর্জন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি।’
বিএনপিসহ সরকারবিরোধী আইনজীবীদের পর এবার জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলও আদালত বর্জনের ঘোষণা দিয়েছে। তারা ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি পালন করবে।
আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলে ঘোষণা দেওয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ল ইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন সরকার, সহসভাপতি আবদুল বাতেন, ড. গোলাম রহমান ভূঁইয়াসহ আইনজীবী নেতারা।
মতিউর রহমান আকন্দ বলেন, ‘রাজনৈতিক ঘটনাসমূহ রাজনৈতিকভাবে সমাধান না করে আদালতে টেনে নেওয়া হচ্ছে। রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্রিমিনাল মামলার আসামি সাজিয়ে বিচারের নামে তাঁদের অপমান-অপদস্থ করা হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও জাতীয় নেতৃবৃন্দকে মাসের পর মাস কারাগারে আটক রাখা হয়েছে।’
মতিউর রহমান আরও বলেন, ‘সরকারের জুলুম-নিপীড়ন থেকে আইনজীবীগণও রেহাই পাননি। গণতন্ত্র, মানবাধিকার ও সাংবিধানিক অধিকার হরণ করে দেশকে রাজনীতিহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশের এই পরিস্থিতিতে আমরা আইনজীবীগণ নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আন্দোলনের ধারাবাহিকতায় ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আমরা দেশব্যাপী আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করছি। দেশের সব বারের আইনজীবী ভাই-বোনদের আদালত বর্জন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি।’
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখল ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় স্থানীয় জাফর ও কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ
১৩ মিনিট আগেখুলনার প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম মজিবর রহমানকে (৭০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেকুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকালে শহরের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
২১ মিনিট আগেমুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইকালে যুবদলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
৪১ মিনিট আগে