Ajker Patrika

বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী হতে চান হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ০৬
বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী হতে চান হিরো আলম

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বগুড়া থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিতে চান। আজ বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে হিরো আলম এ কথা বলেন।

হিরো আলম বলেন, ‘এমপি হতে এবার আমি দল থেকে নির্বাচন করব। কোন দল থেকে নির্বাচন করব সেটা আগে বলিনি। আমার অনেক দিনের সংগ্রাম-লড়াই ছিল জনগণের জন্য। এবার এমপি নির্বাচন করব। মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন হিরো আলমকে নৌকা দেবেন তাহলে অবশ্যই আমি ভোট করব।’

আপনি কোন আসন থেকে মনোনয়ন চান জানতে চাইলে হিরো আলম বলেন, ‘বগুড়া-৬ আসন থেকে ভোট করব। আওয়ামী লীগ যদি বলে দল থেকে নির্বাচন করতে, করব। বিএনপিও যদি দল থেকে বলে ভোট করো, আমি ভোট করব। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নৌকা দেয় অবশ্যই আমি নৌকায় ভোট করতে চাই।’

আপনি নৌকার মনোনয়ন চান কি না প্রশ্ন করলে হিরো আলম বলেন, ‘আমি চাইব কেন? মাননীয় প্রধানমন্ত্রী যদি নৌকা দেন আমি অবশ্যই ভোট করব।’

আজ সকালে হত্যার হুমকির অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। এ সময় তিনি ডিবিপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সেখানে দুপুরের খাবার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত