Ajker Patrika

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তি গতকাল রোববার রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তি গতকাল রোববার রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে (লিকেজ) বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাতে জেলা শহরের বাগেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন জুয়েল হাওলাদার (৩৫), তাঁর স্ত্রী তানিয়া বেগম (৩০) ও তাঁদের মেয়ে সোহাগী আক্তার (৯)। তাঁরা বাগেরপাড় এলাকার সাইফুর রহমান চুন্নু ফকিরের বাড়িতে ভাড়ায় থাকেন।

ফায়ার সার্ভিস ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তানিয়া বেগম রাতে মশার কয়েলের জ্বালানোর জন্য রান্নাঘরে যান। তিনি চুলা জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডারে সংযুক্ত পাইপের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় তানিয়া ছাড়াও তাঁর স্বামী ও মেয়ে দগ্ধ হন। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। পরে রাতেই গুরুতর অবস্থায় তানিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের পাইপ ফেটে (লিকেজ) যাওয়ার এ দুর্ঘটনা ঘটেছে। ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বিস্ফোরণ বড় আকারে হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত