মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের একটি ভোটকেন্দ্র দখল নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে চারজন।
আজ রোববার বেলা ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর বহুমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক আকবর মাতুব্বর প্রথমে ভোট দিতে বাধার সৃষ্টি করেন। পরে এই ঘটনার প্রতিবাদ করেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মোসা. তাহমিনা বেগমের সমর্থক আফজাল মুন্সী। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়।
এই খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের সামনে জড়ো হন। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভোটকেন্দ্রে দখল নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, দুপক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। অপর শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মোসা. তাহমিনা বেগম।
মাদারীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৯৩ ও নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৬০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা তিনজন।
মাদারীপুরের একটি ভোটকেন্দ্র দখল নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে চারজন।
আজ রোববার বেলা ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর বহুমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক আকবর মাতুব্বর প্রথমে ভোট দিতে বাধার সৃষ্টি করেন। পরে এই ঘটনার প্রতিবাদ করেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মোসা. তাহমিনা বেগমের সমর্থক আফজাল মুন্সী। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়।
এই খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের সামনে জড়ো হন। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভোটকেন্দ্রে দখল নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, দুপক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। অপর শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মোসা. তাহমিনা বেগম।
মাদারীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৯৩ ও নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৬০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা তিনজন।
কুমিল্লার মুরাদনগরসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখা ও বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলেপমেন্ট (এসিডি)।
১৮ মিনিট আগেযশোরে একটি নির্মাণাধীন ভবনের পঞ্চম তলার ব্যালকনি ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা শহরের সার্কিট হাউস পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেময়মনসিংহ নগরীতে বাসায় ঢুকে রওশন আক্তার (৪২) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার পর তাঁর সাবেক স্বামী পাশের কক্ষে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আত্মহত্যার আগে রাকিবুল করিম (৫০) নামের ওই ব্যক্তি নিজের জমিজমার দলিলপত্র তাঁর মেয়েকে বুঝিয়ে দেন।
৩৭ মিনিট আগেআজ সকাল ১০টার দিকে শহীদ আবু সাঈদের বাড়িতে পৌঁছে এনসিপির কেন্দ্রীয় নেতারা তার কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
১ ঘণ্টা আগে