Ajker Patrika

তথ্যবিভ্রাটের বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে ইউএসএআইডির কর্মশালা অনুষ্ঠিত

কূটনৈতিক প্রতিবেদক
তথ্যবিভ্রাটের বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে ইউএসএআইডির কর্মশালা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ডিপ্লোম্যাটিক কোরেসপন্ড্যান্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর জন্য একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালার বিষয়বস্তু ছিল রিপোর্টিংয়ের ক্ষেত্রে গঠনমূলক উন্নয়ন এবং তথ্যবিভ্রাটের ক্ষেত্রে সতর্কতা। 

আজ বুধবার আয়োজিত ট্রেনিং সেশনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসাইন, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের রোভিং এশিয়া এডিটর মিরাজ আহমেদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র-ভিত্তিক মিডিয়া ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটিফ্যাক্টের নির্বাহী পরিচালক অ্যারন শ্যারকম্যান। 

সাম্প্রতিক সময়ের ডিজিটাল ও সামাজিক মাধ্যমের প্রেক্ষাপটে গঠনমূলক প্রতিবেদন এবং তথ্যবিভ্রাট নিরসনে মিডিয়ার ভূমিকা নিয়ে বক্তারা আলোচনা করেন। অংশগ্রহণকারী রিপোর্টাররা বাংলাদেশের মিডিয়ার বিভিন্ন ইস্যু, চ্যালেঞ্জ, সুযোগ, এবং তথ্যবিভ্রাট নিরসনের মাধ্যমে জনকল্যাণে মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন। 

ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স বলেন, বর্তমান বিশ্বে সংবাদের প্রচুর সূত্র রয়েছে। চিরায়ত সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম-উভয় ক্ষেত্রে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা বাড়ছে। এ কারণে, এই মুহূর্তে মিডিয়ার গুরুত্ব সব সময়ের মধ্যে সবচেয়ে বেশি। জনগণের উন্নয়নের স্বার্থে বিশ্বস্ত সূত্রের খবর এবং সঠিক তথ্য খুবই প্রয়োজনীয়; এবং এই বিষয়ে বাংলাদেশি রিপোর্টারদের প্রতি রয়েছে ইউএসএআইডির পূর্ণ সমর্থন ও সহযোগিতা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত