মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আহত তাজেল হাওলাদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ জনে।
নিহত তাজেল হাওলাদার একই এলাকার আজিজুল হাওলাদারের ছেলে।
অপর নিহত ব্যক্তিরা হলেন একই এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৩৫) ও আতাউর সরদার (৪০) এবং তাঁদের চাচাতো ভাই মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (১৭)।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদারের সঙ্গে একই এলাকার হোসেন সরদার ও শাজাহান খাঁর বিরোধ চলছিল।
এর জেরে ৮ মার্চ বেলা ১১টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের ওপর হামলা চালায় হোসেন সরদার ও শাজাহান খাঁর লোকজন।
এ সময় সাইফুলের চিৎকারে তাঁর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করা হয় সাইফুল সরদার ও তাঁর বড় ভাই আতাউর সরদারকে। এ ছাড়াও আহত অবস্থায় ১০ জনকে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার মারা যান।
এ ঘটনার ১০ দিন পর মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রতিবেশী তাজেল হাওলাদার। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে।
এ হত্যার ঘটনায় পরের দিন ৯ মার্চ মাদারীপুর সদর থানায় ৪৯ জনকে আসামি করে মামলা করেন নিহত সাইফুল ও আতাউর সরদারের মা সুফিয়া বেগম। এ পর্যন্ত এই মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রামের বাড়ি নিয়ে আসা হবে। এ ছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি টহল বাড়ানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আহত তাজেল হাওলাদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ জনে।
নিহত তাজেল হাওলাদার একই এলাকার আজিজুল হাওলাদারের ছেলে।
অপর নিহত ব্যক্তিরা হলেন একই এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৩৫) ও আতাউর সরদার (৪০) এবং তাঁদের চাচাতো ভাই মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (১৭)।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদারের সঙ্গে একই এলাকার হোসেন সরদার ও শাজাহান খাঁর বিরোধ চলছিল।
এর জেরে ৮ মার্চ বেলা ১১টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের ওপর হামলা চালায় হোসেন সরদার ও শাজাহান খাঁর লোকজন।
এ সময় সাইফুলের চিৎকারে তাঁর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করা হয় সাইফুল সরদার ও তাঁর বড় ভাই আতাউর সরদারকে। এ ছাড়াও আহত অবস্থায় ১০ জনকে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার মারা যান।
এ ঘটনার ১০ দিন পর মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রতিবেশী তাজেল হাওলাদার। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে।
এ হত্যার ঘটনায় পরের দিন ৯ মার্চ মাদারীপুর সদর থানায় ৪৯ জনকে আসামি করে মামলা করেন নিহত সাইফুল ও আতাউর সরদারের মা সুফিয়া বেগম। এ পর্যন্ত এই মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রামের বাড়ি নিয়ে আসা হবে। এ ছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি টহল বাড়ানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য আসা ভিজিএফের বিশেষ সহায়তার কার্ড ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে জেলার বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগেদখল, দূষণে নিশ্চিহ্ন হওয়ার পথে বাগেরহাট পৌরসভার অভ্যন্তরের সব খাল। দীর্ঘদিন ধরে খনন না করায় নাব্যতা হারানো খালগুলো এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পানির প্রবাহ স্বাভাবিক না থাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে বর্ষা মৌসুমে রোগবালাইসহ বিভিন্ন ভোগান্তিতে পড়েছে পৌরবাসী।
৫ ঘণ্টা আগেদিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপুর ডাঙ্গাপাড়া এলাকার কৃষক মোমিনুল ইসলাম। এবার তিন বিঘা জমিতে আলুর আবাদ করেছেন তিনি। একটি ট্রাক্টরে করে ১৮ বস্তা আলু নিয়ে ফুলবাড়ী উপজেলার রাঙামাটির ফুলবাড়ী কোল্ডস্টোরেজে এসেছেন। সিরিয়ালের কোনো স্লিপ পাননি। আদৌ আলু হিমাগারে রাখতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে সংশয়।
৬ ঘণ্টা আগেবরিশাল নগরীতে সুজন হাওলাদার (২৪) নামের এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত শনিবার নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগরে এ ঘটনা ঘটে। দিনদুপুরে পিটিয়ে হত্যার এ ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যা মামলা করা হয়নি। বরং একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে
৬ ঘণ্টা আগে