Ajker Patrika

‎৪৪তম বিসিএসের পদ বাড়ানোর দাবিতে যমুনায় যাওয়ার চেষ্টা, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুন ২০২৫, ১৬: ১০
৪৪ তম বিসিএসে পদ বৃদ্ধির দাবিতে যমুনায় যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা
৪৪ তম বিসিএসে পদ বৃদ্ধির দাবিতে যমুনায় যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

৪৪তম বিসিএসের পদসংখ্যা বাড়ানোর দাবিতে রমনা পার্কের ভেতর দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করেছেন একই ব্যাচের বিসিএস প্রার্থীরা। এ সময় যমুনার সামনে রাস্তা অবরোধ করার চেষ্টা করেন তাঁরা। তবে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

আজ সোমবার (৩০ জুন) বেলা দেড়টার দিকে রমনা পার্কের ‘অরুণোদয়’ গেট দিয়ে হঠাৎ বেরিয়ে আসে বিক্ষোভকারীদের একটি দল। তারা সোজা যমুনার সামনের সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাৎক্ষণিকভাবে বাধা দিয়ে তাদের সরিয়ে দেয়।

‎প্রার্থীরা জানান, আজ ৪৪তম বিসিএসের ফলাফল দেওয়ার কথা। ‘সরকারের বিভিন্ন দপ্তরে সাড়ে তিন লক্ষাধিক শূন্যপদ রয়েছে। এ পদগুলোতে জনবল নিয়োগের অভাবে জনগণ ঠিকমতো সেবা পাচ্ছে না। সেবা পাওয়ার জন্য বারবার জনগণকে দপ্তরে দপ্তরে ঘুরতে হচ্ছে। পুলিশ-প্রশাসনে জনবলের অভাবে আইনশৃঙ্খলা রক্ষা করতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। এর জন্য অর্থনীতি বহুমুখীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতীতের প্রায় সব বিসিএসের ফলাফলের আগে কিছু পদ বাড়ানো হয়েছে। কিন্তু এবার সবকিছু রেডি হওয়ার পরেও অজানা কারণে বাস্তবায়ন হচ্ছে না।

‎তাঁরা বলেন, ‘আমরা বারবার চেষ্টা করেও সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি। তাই বাধ্য হয়ে আমরা যমুনার সামনে আসার চেষ্টা করেছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’

৪৪ তম বিসিএসে পদ বৃদ্ধির দাবিতে যমুনায় যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা
৪৪ তম বিসিএসে পদ বৃদ্ধির দাবিতে যমুনায় যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

৪৪তম বিসিএসে ১ হাজার ৩০০ নম্বরের প্রিলিমিনারি, লিখিত ও ভাইভায় (মৌখিক পরীক্ষা) উত্তীর্ণ হওয়া দক্ষ জনবল প্রস্তুত রয়েছে ১০ হাজারের বেশি। এ জনবলের সবাইকে সরকার যথাস্থানে নিয়োগ দিলে জনগণেরও উপকার হয়, তাঁদেরও কর্মসংস্থান হবে বলে জানান তাঁরা। ‎

‎ঘটনাস্থলে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘তারা রমনা পার্কের অরুণোদয় গেট দিয়ে একজন একজন করে জড়ো হয়ে যমুনার সামনের সড়কে চলে যায়। পরে আমরা দ্রুত সেখানে গিয়ে তাদের সরিয়ে দিই। ১৪৪ ধারা ভঙ্গ করে এভাবে আন্দোলন করা অযৌক্তিক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত