Ajker Patrika

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক নগরীতে একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। ক্রোনী গ্রুপের ‘অবন্তী কালার টেক্স লিমিটেড’ কারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কারখানার ভেতরে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা। 

এ সময় তাঁদেরকে বহিরাগত লোকজন বাধা দিয়েছেন বলে শ্রমিকদের অভিযোগ রয়েছে। গতকাল বুধবারও একই দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। 

শ্রমিকদের অভিযোগ, সকালে বিক্ষোভ প্রদর্শনের সময় বহিরাগত লোকজন তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে শ্রমিকেরা তাঁদের কারখানা থেকে বের করে দেন। এ সময় কারখানার ভেতরের একটি স্থান থেকে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধার করেন তাঁরা। শ্রমিকদের দমন করতে এসব রাতেই কারখানার ভেতরে নিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তাঁদের। 

শ্রমিকেরা আরও বলেন, কারখানাটির ডাইং ও নিটিংসহ বিভিন্ন সেকশনে অন্তত ১০ হাজার শ্রমিক কর্মরত। অথচ শেষ ছয় মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। 

কারখানাটির শ্রমিক আহমেদ আলি বলেন, বিভিন্ন অজুহাত দেখিয়ে শ্রমিকদের বেতন নিয়ে টালবাহানা করছে মালিকপক্ষ। গত ছয় মাসের বেতন এখনো দেয়নি। এর আগের ছয় মাসের বেতন বিভিন্ন কিস্তিতে পরিশোধ করা হচ্ছে। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘শ্রমিকেরা সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কিছু লাঠিসোঁটা উদ্ধারের কথা আমরা জানতে পেরেছি।’ 

এ বিষয়ে জানতে ক্রোনী গ্রুপের চেয়ারম্যান ও বিজেএমইএ’র সাবেক সহসভাপতি এএইচ আসলাম সানীকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর ‘অর্ডার কমে যাওয়ার’ কথা জানিয়ে ক্রোনী গ্রুপের প্রতিষ্ঠান ‘ক্রোনী টেক্স সোয়েটার লিমিটেড’ নামে কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়। এর প্রতিবাদে পরদিন সকালে কারখানাটির কয়েক শ শ্রমিক ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে বিক্ষোভ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত