নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে কয়েক দিন ধরে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একের পর এক প্রচারণা চালিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এমনকি সরকারপ্রধানকেও আক্রমণ করে কয়েক দিন ধরে অপপ্রচার চালানো হয়েছে, যাতে এই অভিনেতা বিব্রত হয়েছেন। তাই এসব পেজ ও গ্রুপের বিরুদ্ধে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান মারজুক রাসেল। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন। এরপর ডিবি অফিস থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, `কয়েক দিন ধরে আমার নাম, ছবি ব্যবহার করে ফেসবুকে পেজ করে সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সরকারবিরোধী নানা পোস্টও দেওয়া হয়েছে।
এতে আমি বিব্রত হয়েছি। সাধারণ মানুষের ধারণা, মারজুক রাসেলই এমনটি করছেন।' কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পেজটি মারজুক রাসেলের নয়। কেউ তাঁর নাম ও ছবি ব্যবহার করে এমনটা করছেন বলে জানিয়েছেন মারজুক রাসেল।
তিনি বলেন, ‘যাঁরা আমাকে চেনেন এবং জানেন, তাঁরা হয়তো জানেন, ওই পেজগুলো আমি চালাচ্ছি না। তবে অনেকে জানেন না। তাই আমি ডিবিতে এসে হারুন সাহেবের কাছে বিষয়টি জানিয়েছি।’
মারজুক বলেন, `বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যাঁরা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যাঁরা ডিটেইলে জানেন, তাঁরা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড। আমার নাম ও ছবি ব্যবহার করে বেশ কয়েক দিন ধরে উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই।'
গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে কয়েক দিন ধরে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একের পর এক প্রচারণা চালিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এমনকি সরকারপ্রধানকেও আক্রমণ করে কয়েক দিন ধরে অপপ্রচার চালানো হয়েছে, যাতে এই অভিনেতা বিব্রত হয়েছেন। তাই এসব পেজ ও গ্রুপের বিরুদ্ধে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান মারজুক রাসেল। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন। এরপর ডিবি অফিস থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, `কয়েক দিন ধরে আমার নাম, ছবি ব্যবহার করে ফেসবুকে পেজ করে সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সরকারবিরোধী নানা পোস্টও দেওয়া হয়েছে।
এতে আমি বিব্রত হয়েছি। সাধারণ মানুষের ধারণা, মারজুক রাসেলই এমনটি করছেন।' কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পেজটি মারজুক রাসেলের নয়। কেউ তাঁর নাম ও ছবি ব্যবহার করে এমনটা করছেন বলে জানিয়েছেন মারজুক রাসেল।
তিনি বলেন, ‘যাঁরা আমাকে চেনেন এবং জানেন, তাঁরা হয়তো জানেন, ওই পেজগুলো আমি চালাচ্ছি না। তবে অনেকে জানেন না। তাই আমি ডিবিতে এসে হারুন সাহেবের কাছে বিষয়টি জানিয়েছি।’
মারজুক বলেন, `বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যাঁরা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যাঁরা ডিটেইলে জানেন, তাঁরা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড। আমার নাম ও ছবি ব্যবহার করে বেশ কয়েক দিন ধরে উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই।'
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
৭ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
১০ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
১৫ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে অভিযানের সময় নৌবাহিনীর এক সদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. রফিক (২৭) ওই ইউনিয়নের কম্বনিয়া পাড়ার বাসিন্দা। তিনি শীর্ষ সন্ত্রাসী ও অপহরণ চক্রের হোত
১৬ মিনিট আগে