Ajker Patrika

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন মারজুক রাসেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ২২: ৫৫
ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন মারজুক রাসেল

গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে কয়েক দিন ধরে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একের পর এক প্রচারণা চালিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এমনকি সরকারপ্রধানকেও আক্রমণ করে কয়েক দিন ধরে অপপ্রচার চালানো হয়েছে, যাতে এই অভিনেতা বিব্রত হয়েছেন। তাই এসব পেজ ও গ্রুপের বিরুদ্ধে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান মারজুক রাসেল। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন। এরপর ডিবি অফিস থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, `কয়েক দিন ধরে আমার নাম, ছবি ব্যবহার করে ফেসবুকে পেজ করে সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সরকারবিরোধী নানা পোস্টও দেওয়া হয়েছে। 

এতে আমি বিব্রত হয়েছি। সাধারণ মানুষের ধারণা, মারজুক রাসেলই এমনটি করছেন।' কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পেজটি মারজুক রাসেলের নয়। কেউ তাঁর নাম ও ছবি ব্যবহার করে এমনটা করছেন বলে জানিয়েছেন মারজুক রাসেল। 

তিনি বলেন, ‘যাঁরা আমাকে চেনেন এবং জানেন, তাঁরা হয়তো জানেন, ওই পেজগুলো আমি চালাচ্ছি না। তবে অনেকে জানেন না। তাই আমি ডিবিতে এসে হারুন সাহেবের কাছে বিষয়টি জানিয়েছি।’

মারজুক বলেন, `বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যাঁরা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যাঁরা ডিটেইলে জানেন, তাঁরা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড। আমার নাম ও ছবি ব্যবহার করে বেশ কয়েক দিন ধরে উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত