Ajker Patrika

ঢাকার হোটেলে মাদারীপুরের হাইস্কুলের প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ১৭
Thumbnail image

ঢাকার এক হোটেল থেকে মাদারীপুরের একটি হাইস্কুলের প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দ্য গ্রান্ড হায়াতে তাঁর মৃতদেহ পাওয়া যায়।

মৃত মনিন্দ্র নাথ বাড়ৈ (৪৭) মাদারীপুর রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়ার নৈয়ারবাড়ী গ্রামের মাখন লাল বাড়ৈর ছেলে। তিনি সপরিবারে স্কুলের কোয়ার্টারে থাকতেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী জানান, গত বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় এসে হোটেলটির দ্বিতীয় তলার ১০২ নম্বর কক্ষে ওঠেন। গতকাল বৃহস্পতিবার হোটেল ছাড়ার কথা ছিল তাঁর। দুপুরের দিকে তাঁর দরজায় নক করে সাড়া পাওয়া যায়নি। পরে বিকালের দিকে আবার দরজায় ধাক্কাধাক্কি করেও কোনো কাজ না হলে থানায় খবর দেয় কর্তৃপক্ষ।

এসআই আব্বাস আরো বলেন, ‘রাতে ওই হোটেলে গিয়ে দরজা ভেঙে দেখা যায়, ওই ব্যক্তি ফ্যানের সাথে বিদ্যুতের তাঁর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন।’

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে, প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃত ব্যক্তির ভাগিনা প্রসেনজিত বাগচী আজকের পত্রিকাকে বলেন, গত ২০ সেপ্টেম্বর স্কুলের কাজের কথা বলে ঢাকায় আসেন তাঁর মামা। গতকাল দুপরের পর থেকে পরিবার মোবাইল ফোনে তাঁকে পাচ্ছিল না। পরে রাতে পুলিশ তাঁর লাশ উদ্ধারের খবর দেয়।

গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ মিললেও তাঁর মামার ‘আত্মহত্যা’ করার কোনো কারণ তিনি জানেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত