ঢামেক প্রতিবেদক
রাজধানীর পল্টনে ছুরিকাঘাতে সাজু মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ৩টার দিকে বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত সাজু মোল্লা পেশায় প্রাইভেট কারের চালক। তিনি মুগদার মান্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় থাকতেন। তিনি গোপালগঞ্জের সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে।
সাজু মোল্লাকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর বন্ধু মো. বায়েজিদ। তিনি বলেন, বিজয়নগর এলাকায় একটি বাসার প্রাইভেট কার চালান সাজু। গতকাল রাতে সাজুর বাসা থেকে নিজের অটোরিকশায় করে বিজয়নগর নিয়ে আসেন তিনি। বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় সাজুকে নামিয়ে দিয়ে সড়কের উল্টো পাশে দোকানে গিয়ে চা পান করছিলেন। এর কয়েক মিনিট পরে সাজুর চিৎকার শুনতে পেয়ে তাঁকে খুঁজতে থাকেন। পরে স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় ওই এলাকার এক গলি থেকে গুরুতর আহত অবস্থায় সাজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বায়েজিদ বলেন, ধারণা করা হচ্ছে, সাজু ওই গলি দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। তাঁর মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেওয়ায় তাঁকে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আজ মঙ্গলবার ভোরে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাজধানীর পল্টনে ছুরিকাঘাতে সাজু মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ৩টার দিকে বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত সাজু মোল্লা পেশায় প্রাইভেট কারের চালক। তিনি মুগদার মান্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় থাকতেন। তিনি গোপালগঞ্জের সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে।
সাজু মোল্লাকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর বন্ধু মো. বায়েজিদ। তিনি বলেন, বিজয়নগর এলাকায় একটি বাসার প্রাইভেট কার চালান সাজু। গতকাল রাতে সাজুর বাসা থেকে নিজের অটোরিকশায় করে বিজয়নগর নিয়ে আসেন তিনি। বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় সাজুকে নামিয়ে দিয়ে সড়কের উল্টো পাশে দোকানে গিয়ে চা পান করছিলেন। এর কয়েক মিনিট পরে সাজুর চিৎকার শুনতে পেয়ে তাঁকে খুঁজতে থাকেন। পরে স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় ওই এলাকার এক গলি থেকে গুরুতর আহত অবস্থায় সাজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বায়েজিদ বলেন, ধারণা করা হচ্ছে, সাজু ওই গলি দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। তাঁর মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেওয়ায় তাঁকে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আজ মঙ্গলবার ভোরে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
গত শনিবার বাড়িতে বসে নিজের অভিজ্ঞতা জানান হাসান। তিনি বলেন, ‘১৮ জুলাই ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম পায়ে গুলিবিদ্ধ হই। তখন ভয়ে হাসপাতালে যাইনি, একজন ডাক্তারের মাধ্যমে এক বাসায় বসে চিকিৎসা নিই। কিছুটা সুস্থ হয়ে ৫ আগস্ট আবার আন্দোলনে যাই।’
৭ মিনিট আগেজানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ঢাকায় ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেন রথিন বিশ্বাস। ওই মিছিল সংসদ ভবনে প্রবেশ করলে তাঁর মাথায় কাচের একটি টুকরো ভেঙে পড়ায় গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় সহযোদ্ধারা তাঁকে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করেন।
১০ মিনিট আগেজুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি এবং জাতীয় সংসদ ভবন এলাকাসহ সংশ্লিষ্ট সড়কগুলোতে চলাচলকারী গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
২৩ মিনিট আগেতখন গুলিতে রেদোয়ান হোসেন সাগরের বুকের বাম পাঁজর ও পেট ঝাঁঝরা হয়। কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় অন্তত ২০-৩০ জনকে। সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। পুরো শহরজুড়ে নেমে আসে আতংক।
৩৮ মিনিট আগে