গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আবদার গ্রামের জৈনা বাজার এলাকায় জৈনা বাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করা হয়েছে। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন পথচারীরা।
সড়ক অবরোধের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ খান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না।
এইচডিএফ অ্যাপারেলস কারখানার নারী শ্রমিকেরা বলেন, গত অক্টোবর ও চলতি মাসের বেতন পাওনা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন পরিশোধ না করে হঠাৎ কারখানা বন্ধ করে পালিয়েছে। সকালে কর্মস্থলে এসে দেখি মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কারখানার শ্রমিক রিনা আক্তার বলেন, ‘শুধুমাত্র মরিচ দিয়ে ভাত নিয়ে এসেছি খাওয়ার জন্য। আমরা খুবই কষ্টে আছি। দেয়-দিচ্ছি করে আমাদের দেড় মাস ধরে ঘুরাচ্ছে। দেড় মাস বেতন না পেলে কীভাবে চলি? আমাদের দোকানি এক মাসের বেশি বাকি দেয় না। মাস শেষে বাড়ির মালিক বাড়ি ভাড়ার জন্য চাপ দেয়। আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে এ জন্য রাস্তায় নেমে এসেছি।
একই কারখানার শ্রমিক নাজমিন আক্তার বলেন, বেতন দেয়-দিচ্ছি করে দেড় মাস। বেতন তো পরিশোধ করেনি। শ্রমিকদের না জানিয়ে কারখানা বন্ধের নোটিশ। কী করব? পেট তো আর দেয়-দিচ্ছি আজ না কাল শুনে না। পেটের দায়ে রাস্তায় নেমেছি। বেতন না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না। কপালে যা আছে তাই হবে।
বেতনের তারিখ শেষ না হতেই বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ সৃষ্টি করে বলে জানান পোশাক শ্রমিক শামীমা আক্তার। তিনি বলেন, মুদি দোকানিতে বাকি পড়ে আছে। সামান্য কষ্টের কারণে সড়কে আসেনি। এমন রোদে আপনারা তো থাকতে পারেন না। আমরা ঘণ্টাব্যাপী আছি কীভাবে? পেট তো আর কষ্ট বোঝে না। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ মাসশেষে দিতে হয়। শ্রমিকদের কষ্ট কেউ বোঝে না।
এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা পিন্স মাহমুদের মোবাইল ফোন নম্বরে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। এ ছাড়া কারখানায় কর্তৃপক্ষের পক্ষে কাউকে পাওয়া যায়নি।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আবদার গ্রামের জৈনা বাজার এলাকায় জৈনা বাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করা হয়েছে। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন পথচারীরা।
সড়ক অবরোধের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ খান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না।
এইচডিএফ অ্যাপারেলস কারখানার নারী শ্রমিকেরা বলেন, গত অক্টোবর ও চলতি মাসের বেতন পাওনা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন পরিশোধ না করে হঠাৎ কারখানা বন্ধ করে পালিয়েছে। সকালে কর্মস্থলে এসে দেখি মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কারখানার শ্রমিক রিনা আক্তার বলেন, ‘শুধুমাত্র মরিচ দিয়ে ভাত নিয়ে এসেছি খাওয়ার জন্য। আমরা খুবই কষ্টে আছি। দেয়-দিচ্ছি করে আমাদের দেড় মাস ধরে ঘুরাচ্ছে। দেড় মাস বেতন না পেলে কীভাবে চলি? আমাদের দোকানি এক মাসের বেশি বাকি দেয় না। মাস শেষে বাড়ির মালিক বাড়ি ভাড়ার জন্য চাপ দেয়। আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে এ জন্য রাস্তায় নেমে এসেছি।
একই কারখানার শ্রমিক নাজমিন আক্তার বলেন, বেতন দেয়-দিচ্ছি করে দেড় মাস। বেতন তো পরিশোধ করেনি। শ্রমিকদের না জানিয়ে কারখানা বন্ধের নোটিশ। কী করব? পেট তো আর দেয়-দিচ্ছি আজ না কাল শুনে না। পেটের দায়ে রাস্তায় নেমেছি। বেতন না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না। কপালে যা আছে তাই হবে।
বেতনের তারিখ শেষ না হতেই বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ সৃষ্টি করে বলে জানান পোশাক শ্রমিক শামীমা আক্তার। তিনি বলেন, মুদি দোকানিতে বাকি পড়ে আছে। সামান্য কষ্টের কারণে সড়কে আসেনি। এমন রোদে আপনারা তো থাকতে পারেন না। আমরা ঘণ্টাব্যাপী আছি কীভাবে? পেট তো আর কষ্ট বোঝে না। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ মাসশেষে দিতে হয়। শ্রমিকদের কষ্ট কেউ বোঝে না।
এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা পিন্স মাহমুদের মোবাইল ফোন নম্বরে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। এ ছাড়া কারখানায় কর্তৃপক্ষের পক্ষে কাউকে পাওয়া যায়নি।
নেত্রকোনায় আট বছর বয়সী ছেলেকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার বিকেলে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান মামলার রায় ঘোষণা করেন।
১৫ মিনিট আগেস্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, রক্তিম শর্মার বিরুদ্ধে তাঁর বিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর খুদেবার্তা (মেসেজ) দেওয়া, শ্লীলতাহানিসহ নানা অভিযোগ রয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে তাঁর কম্পিউটার ট্রেনিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখে আটকে রাখেন স্থানীয় লোকজন। একপর্যায়ে শিক্ষককে...
২০ মিনিট আগেবগুড়ার শেরপুরে শাহীনুর রহমান (৩০) নামের আওয়ামী লীগের এক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে তাঁর স্ত্রী মোছা. রোকাইয়া বেগম বলেছেন, তাঁর স্বামী রাজনীতির সঙ্গে জড়িত নন...
৩৮ মিনিট আগেমৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এই পুশইনের ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে