Ajker Patrika

রাজধানীর উত্তরায় শেষ রাতে করপোরেট অফিসে আগুন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় শেষ রাতে করপোরেট অফিসে আগুন

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে বেস্টটেক্স ইন্টারন্যাশনাল নামের একটি করপোরেট অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আজ রোববার ভোর ৪টা ৫ মিনিটে উত্তরার গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ের ১৮ নম্বর বাসার সপ্তম তলার ওই অফিসটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। 

অফিসটিতে মেশিনারিজ ইমপোর্টের কার্যক্রম পরিচালনা করা হতো। অফিসটির সিনিয়র ম্যানেজার মো. জিলানী আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি এসি, ৩০টি কম্পিউটার ও বিভিন্ন ফার্নিচার পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ 

এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট রাত ৪টা ২২ মিনিটে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। পরে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে সাড়ে ৫টা বেজে যায়।’ 

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের সময় কেউ অফিসে ছিল না। যার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু অফিসটি তালাবদ্ধ থাকায় তালা কেটে ভেতরে প্রবেশ করে, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয়েছে।’ 

ফায়ার সার্ভিস কর্মকর্তা আলম হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। করপোরেট অফিসটির মালিক বিদেশে থাকায় অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে অফিসের সার্ভার, কম্পিউটার, চেয়ার, টেবিলসহ অন্যান্য ফার্নিচার পুড়ে গেছে। এতে আনুমানিক ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত