কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে এক প্রবাসীর বাড়ি ভাড়া নিয়ে দখলের অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি খাইরুল মোল্লা ও তাঁর বাবা করিম মোল্লার বিরুদ্ধে। আজ শুক্রবার (১ আগস্ট) সকালে জেলা পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ওমানপ্রবাসী রিমা আক্তার।
ভুক্তভোগী রিমা আক্তার জেলা শহরের উকিলপাড়া নীলগঞ্জ রোড এলাকার ওমানপ্রবাসী মো. শফিকের স্ত্রী। অন্যদিকে অভিযুক্ত খাইরুল মোল্লা ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের করিম মোল্লার ছেলে।
সংবাদ সম্মেলনে রিমা আক্তার বলেন, ‘আমার স্বামী মো. শফিক ২২ বছর ধরে ওমানপ্রবাসী। আর আমি ৯ বছর হলো ওমানপ্রবাসী। গত ১৪ জানুয়ারি আমাদের প্রবাসজীবনের সঞ্চয় করা ৩ কোটি ৪১ লাখ টাকা দিয়ে শেলোরা মোল্লার কাছ থেকে উকিলপাড়া নীলগঞ্জ রোডে বাড়িসহ ৮ শতাংশ জায়গা ক্রয় করি। পরে বিভিন্ন লোকের কাছে বাসা ভাড়া দেই। এ বাসার নিচতলায় আগে থেকেই থাকতেন খাইরুল মোল্লার পরিবার।’
রিমা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমরা ওই বাড়ি কেনার পর থেকে প্রতি মাসে ২২ হাজার টাকা ভাড়া দিয়ে তিনতলা বাসার নিচতলায় থাকতেন খাইরুল মোল্লার পরিবার। তবে এপ্রিল মাসের পর থেকে তারা আর ভাড়া দিচ্ছে না। ভাড়া চাইতে গেলে উল্টো হুমকি দেয় এবং প্রতি মাসে তাদের ৫০ হাজার টাকা দিতে বলে। কারণ জানতে চাইলে তারা এই বাসাসহ জায়গা তাদের বলে দাবি করে। তাদের দাবি করা টাকা না দিলে আমাকে মেরে ফেলারও হুমকি দেয়। আমি তাদের ভয়ে আমার নিজ বাসাতেও এখন বসবাস করতে পারছি না। পরিবারপরিজন নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’
রিমা আক্তার বলেন, ‘গত দেড় মাস আগে এসব সমস্যার প্রতিকার চেয়ে কিশোরগঞ্জ মডেল থানায় আমার স্বামী একটি লিখিত অভিযোগ করলেও অদৃশ্য কারণে পুলিশ আমাকে কোনো সহযোগিতা করেনি।’
এদিকে খাইরুল মোল্লার পরিবার এই জমি ও বাড়ি নিয়ে আদালতে মামলা করলে ২১ জুলাই কিশোরগঞ্জ জজ আদালত মামলাটি খারিজ করে দেন এবং আমার পক্ষে রায় দেন।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত খাইরুল মোল্লাকে হোয়াটসঅ্যাপে ফোন দিলে তিনি বলেন, ‘আমি কখনোই জেলা ছাত্রলীগ ও যুবলীগের কোনো পদে ছিলাম না। আমি ঠিকাদারি করি। আমার নামে কোনো মামলাও নেই। আমি ওই বাসাতে দেড় বছর ধরে থাকি না। পরিবার নিয়ে অন্য বাসায় থাকি। বাবা-চাচার মধ্যে জমি নিয়ে ঝামেলা রয়েছে। সম্পত্তি বাবা-চাচার মধ্যে বণ্টন হয়নি। সব এজমালি সম্পদ। তাঁরা এই জায়গা কিনেছেন, আমার চাচির কাছ থেকে। এই জায়গা নিয়ে আদালতে মামলাও রয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’
তবে খাইরুল মোল্লা যে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সে বিষয়টি মেসেঞ্জারে নিশ্চিত করেছেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান রিফাত আহমেদ বচন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জায়গা-জমি নিয়ে বিরোধে আদালতে মামলা ছিল। মামলা চলাকালে আইনশৃঙ্খলার অবনতি যেন না হয়, সেটা আমরা দেখেছি। আদালত সিদ্ধান্ত দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
কিশোরগঞ্জে এক প্রবাসীর বাড়ি ভাড়া নিয়ে দখলের অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি খাইরুল মোল্লা ও তাঁর বাবা করিম মোল্লার বিরুদ্ধে। আজ শুক্রবার (১ আগস্ট) সকালে জেলা পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ওমানপ্রবাসী রিমা আক্তার।
ভুক্তভোগী রিমা আক্তার জেলা শহরের উকিলপাড়া নীলগঞ্জ রোড এলাকার ওমানপ্রবাসী মো. শফিকের স্ত্রী। অন্যদিকে অভিযুক্ত খাইরুল মোল্লা ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের করিম মোল্লার ছেলে।
সংবাদ সম্মেলনে রিমা আক্তার বলেন, ‘আমার স্বামী মো. শফিক ২২ বছর ধরে ওমানপ্রবাসী। আর আমি ৯ বছর হলো ওমানপ্রবাসী। গত ১৪ জানুয়ারি আমাদের প্রবাসজীবনের সঞ্চয় করা ৩ কোটি ৪১ লাখ টাকা দিয়ে শেলোরা মোল্লার কাছ থেকে উকিলপাড়া নীলগঞ্জ রোডে বাড়িসহ ৮ শতাংশ জায়গা ক্রয় করি। পরে বিভিন্ন লোকের কাছে বাসা ভাড়া দেই। এ বাসার নিচতলায় আগে থেকেই থাকতেন খাইরুল মোল্লার পরিবার।’
রিমা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমরা ওই বাড়ি কেনার পর থেকে প্রতি মাসে ২২ হাজার টাকা ভাড়া দিয়ে তিনতলা বাসার নিচতলায় থাকতেন খাইরুল মোল্লার পরিবার। তবে এপ্রিল মাসের পর থেকে তারা আর ভাড়া দিচ্ছে না। ভাড়া চাইতে গেলে উল্টো হুমকি দেয় এবং প্রতি মাসে তাদের ৫০ হাজার টাকা দিতে বলে। কারণ জানতে চাইলে তারা এই বাসাসহ জায়গা তাদের বলে দাবি করে। তাদের দাবি করা টাকা না দিলে আমাকে মেরে ফেলারও হুমকি দেয়। আমি তাদের ভয়ে আমার নিজ বাসাতেও এখন বসবাস করতে পারছি না। পরিবারপরিজন নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’
রিমা আক্তার বলেন, ‘গত দেড় মাস আগে এসব সমস্যার প্রতিকার চেয়ে কিশোরগঞ্জ মডেল থানায় আমার স্বামী একটি লিখিত অভিযোগ করলেও অদৃশ্য কারণে পুলিশ আমাকে কোনো সহযোগিতা করেনি।’
এদিকে খাইরুল মোল্লার পরিবার এই জমি ও বাড়ি নিয়ে আদালতে মামলা করলে ২১ জুলাই কিশোরগঞ্জ জজ আদালত মামলাটি খারিজ করে দেন এবং আমার পক্ষে রায় দেন।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত খাইরুল মোল্লাকে হোয়াটসঅ্যাপে ফোন দিলে তিনি বলেন, ‘আমি কখনোই জেলা ছাত্রলীগ ও যুবলীগের কোনো পদে ছিলাম না। আমি ঠিকাদারি করি। আমার নামে কোনো মামলাও নেই। আমি ওই বাসাতে দেড় বছর ধরে থাকি না। পরিবার নিয়ে অন্য বাসায় থাকি। বাবা-চাচার মধ্যে জমি নিয়ে ঝামেলা রয়েছে। সম্পত্তি বাবা-চাচার মধ্যে বণ্টন হয়নি। সব এজমালি সম্পদ। তাঁরা এই জায়গা কিনেছেন, আমার চাচির কাছ থেকে। এই জায়গা নিয়ে আদালতে মামলাও রয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’
তবে খাইরুল মোল্লা যে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সে বিষয়টি মেসেঞ্জারে নিশ্চিত করেছেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান রিফাত আহমেদ বচন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জায়গা-জমি নিয়ে বিরোধে আদালতে মামলা ছিল। মামলা চলাকালে আইনশৃঙ্খলার অবনতি যেন না হয়, সেটা আমরা দেখেছি। আদালত সিদ্ধান্ত দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। এই মোড় থেকে শহরের চারদিকে চারটি সড়ক বিভিন্ন দিকে গেছে। এই মোড়েই একটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো রয়েছে তিনটি সিসি ক্যামেরা। তবে তিনটিই নষ্ট। কোনোটির সংযোগের তারই ছেঁড়া, কোনোটি নিচের দিকে বাঁকানো। অথচ অপরাধপ্রবণতা কমাতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে...
১৫ মিনিট আগেচার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৫ ঘণ্টা আগেতিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়। ঢেউয়ের আঘাতে নদীতীর, ফসলি জমি ও বসতভিটা ভাঙতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা।
৫ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায়
৫ ঘণ্টা আগে