গাজীপুরের শ্রীপুরে একটি আঞ্চলিক সড়কে নিজস্ব ব্যবস্থাপনায় গতিরোধক নির্মাণ করার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গতকাল রোববার গভীর রাতে গতিরোধক নির্মাণ শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর আজ সোমবার সকালে তাতে রঙের কাজ করা হয়।
উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মাওনা চৌরাস্তা এলাকার আল হেরা হাসপাতালের সামনে এই গতিরোধক করা হয়। অভিযোগ উঠেছে ৪০ ফুটের মধ্যে ৪ ফুট প্রস্থের দুটি গতিরোধক নির্মাণ করেছে আল হেরা হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই সড়কে গতিরোধক নির্মাণ করায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন জানান, স্থানীয় আল হেরা হাসপাতালের মালিক ডাক্তার আবুল হোসেন প্রভাব খাঁটিয়ে ব্যস্ততম একটি রাস্তার মধ্যে গতিরোধক নির্মাণ করেছেন। এতে জনগণের চলাচলের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে অবৈধ গতিরোধক উঠিয়ে যান চলাচল স্বাভাবিক করার দাবি করেন তিনি।
এ বিষয়ে আল হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আবুল হোসাইন বলেন, স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে উপজেলা প্রকৌশলীর অনুমতি নিয়ে এটি করা হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রাকিবুল আহসান বলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্মাণ করা রাস্তায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কোনো ধরনের সংস্কার কাজের অনুমতি দিতে পারে না। এ ধরনের মিথ্যা অভিযোগ করে থাকলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
সড়ক ও জনপদ বিভাগের গাজীপুর জেলা প্রকৌশলী খন্দকার শরিফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে নিজের ইচ্ছায় সড়কের মধ্যে গতিরোধক নির্মাণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গতিরোধক তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হবে।
গাজীপুরের শ্রীপুরে একটি আঞ্চলিক সড়কে নিজস্ব ব্যবস্থাপনায় গতিরোধক নির্মাণ করার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গতকাল রোববার গভীর রাতে গতিরোধক নির্মাণ শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর আজ সোমবার সকালে তাতে রঙের কাজ করা হয়।
উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মাওনা চৌরাস্তা এলাকার আল হেরা হাসপাতালের সামনে এই গতিরোধক করা হয়। অভিযোগ উঠেছে ৪০ ফুটের মধ্যে ৪ ফুট প্রস্থের দুটি গতিরোধক নির্মাণ করেছে আল হেরা হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই সড়কে গতিরোধক নির্মাণ করায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন জানান, স্থানীয় আল হেরা হাসপাতালের মালিক ডাক্তার আবুল হোসেন প্রভাব খাঁটিয়ে ব্যস্ততম একটি রাস্তার মধ্যে গতিরোধক নির্মাণ করেছেন। এতে জনগণের চলাচলের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে অবৈধ গতিরোধক উঠিয়ে যান চলাচল স্বাভাবিক করার দাবি করেন তিনি।
এ বিষয়ে আল হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আবুল হোসাইন বলেন, স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে উপজেলা প্রকৌশলীর অনুমতি নিয়ে এটি করা হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রাকিবুল আহসান বলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্মাণ করা রাস্তায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কোনো ধরনের সংস্কার কাজের অনুমতি দিতে পারে না। এ ধরনের মিথ্যা অভিযোগ করে থাকলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
সড়ক ও জনপদ বিভাগের গাজীপুর জেলা প্রকৌশলী খন্দকার শরিফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে নিজের ইচ্ছায় সড়কের মধ্যে গতিরোধক নির্মাণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গতিরোধক তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হবে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহায়েত হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর গ্রামে এই ঘটনা ঘটে। সোহায়েত বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামের নুরুল আজিজের পুত্র।
১ ঘণ্টা আগেখুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ এলাকায় আল-আমীন শিকদার (৩৩) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়ার কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল বলেন, আজ শনিবার ভোর আনুমানিক সাড়ে...
১ ঘণ্টা আগেময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পুরাকীর্তি সমূহ সুরক্ষার লক্ষ্যে নাগরিক দায়বদ্ধতা থেকে ‘পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শুক্রবার রাতে নগরীর মালগুদাম এলাকায় এক আলোচনার মাধ্যমে ২৮ সদস্য নিয়ে এ কমিটি করা হয়। কমিটিতে ১০ জন সভাপতি মণ্ডলীর সদস্য...
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জের বেলকুচিতে দেশীয় তৈরি দুইটি ওয়ান শুটার গানসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার বেলা ১১টায় তাদের জেল হাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের (ওসি) একরামুল হোসাইন। এর আগে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বেলকুচি উপজেলার জামতৈল...
২ ঘণ্টা আগে