Ajker Patrika

তাঁর সঙ্গে তো গণতন্ত্রের ভাষায় কথা বলা যাবে না: গয়েশ্বর চন্দ্র

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৭: ৫৮
তাঁর সঙ্গে তো গণতন্ত্রের ভাষায় কথা বলা যাবে না: গয়েশ্বর চন্দ্র

প্রধানমন্ত্রী সমালোচনা করে গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

আজ মঙ্গলবার দুপুরে ধামরাই উপজেলার শরীফবাগ এলাকার শরীফুন নেছা মহিলা দাখিল মাদ্রাসার মাঠে বিএনপির এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘গণতন্ত্র খায় না মাথায় দেয় এটা প্রধানমন্ত্রী কিছুই বোঝে না। যে গণতন্ত্র মানে না, যে গণতন্ত্রের ভাষা বুঝে না। তার সাথে তো গণতন্ত্রের ভাষায় কথা বলা যাবে না।’ 

প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে গয়েশ্বর বলেন, ‘কথায় কথায় যিনি মানুষ মারতে অভ্যস্ত, মানুষকে গুম করে ফেলতে অভ্যস্ত, যিনি অন্যের সমালোচনা শুনতে অভ্যস্ত না। তাঁকে আর যাই বলা হোক, গণতান্ত্রিক রাজত্বের একজন স্বাভাবিক মানুষ বলা যায় না। গণতন্ত্র মানেই তো বহু মত, বহু পথ। গণতন্ত্র মানেই তো সমালোচনা থাকবে। অন্যের মত তিনি গ্রহণ না করুন, কিন্তু মানুষের মত প্রকাশের স্বাধীনতা তো দেবেন? দেশে গণতন্ত্র নেই। এই গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে রাজপথের বিকল্প নাই।’ 

বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিনের সভাপতিত্বে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ও ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আসফাক। 

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের জেল, জুলুমের শিকার হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। মিথ্যা মামলা হামলায় জেল খাটছেন। বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে হতাশ হয়ে পড়েছে বাংলার মানুষ। আন্দোলন হবে জনগণের ভোটের আন্দোলন, খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় কার্যনির্বাহী কমিটির (ঢাকা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ ও বেনজীর আহম্মেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, বিএনপির নির্বাহী কমিটির আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলামসহ পৌরসভা ও ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত