Ajker Patrika

সুপ্রিম কোর্ট নির্বাচনে ভাঙচুরের মামলায় আইনজীবী রিগ্যান রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্ট নির্বাচনে ভাঙচুরের মামলায় আইনজীবী রিগ্যান রিমান্ডে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মারধর ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় সালাউদ্দিন রিগ্যান নামে একজন আইনজীবীকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলের দিকে রিগ্যানকে আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। একই সঙ্গে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক জুলহাস উদ্দিন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আগের দিন তাকে এই মামলায় গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয় আসামি রিগ্যান ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করলে অন্য যারা জড়িত রয়েছেন তাদের সম্পর্কে জানা যাবে এবং কি উদ্দেশ্যে বা কার প্ররোচনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে নির্বাচনের দিন ভাঙচুর করেছেন তার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, হট্টগোল, মারামারি ও বিভিন্ন চেম্বার ভাঙচুরের ঘটনায় বিএনপিপন্থী প্যানেলের সভাপতি, সম্পাদক প্রার্থীসহ ১৪ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত