Ajker Patrika

‘ডামি’ সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২২: ০১
‘ডামি’ সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি গণঅধিকার পরিষদের

মালদ্বীপের প্রেসিডেন্টের মতো ভারত খেদাও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন। এ সময় নুর ‘ডামি’ সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান। 

নুরুল হক নুর বলেন, ‘মালদ্বীপের প্রেসিডেন্টের মতো আমরা ভারত খেদাও আন্দোলন চালিয়ে নেব। আজকে ডান-বাম দলমত-নির্বিশেষে ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে নুর বলেন, ‘নিজেদের অমরত্বের জন্য দেশকে ধবংস করবেন না। নির্বাচন দিয়ে বিদায় নেন, নইলে আপনার ভবিষ্যৎ অন্ধকার।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘বাংলাদেশ দুর্ভিক্ষের জাঁতাকলে পিষ্ট হচ্ছে। দেশের মানুষের ঘরে ঘরে নাভিশ্বাস উঠে গেছে। এ সরকার উন্নয়ন নয়, দুর্নীতির রোল মডেল। আওয়ামী লীগের গুন্ডাপান্ডাদের উন্নয়ন হয়েছে। গণতন্ত্র আর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি। কৃষক দাম পায় না, মধ্যস্বত্বভোগীরা পকেট পুরছে। আজকে কৃষকের ঘরে ঘরে দুর্ভিক্ষ। 

তিনি আরও বলেন, ৭ তারিখের ডামি নির্বাচনে সাধারণ মানুষ কোনো ভোট দিতে যায়নি। সরকার দেশকে ভারতের হাতে তুলে দিচ্ছে। ভারত আওয়ামী লীগ সরকারকে একতরফাভাবে সমর্থন করার কারণে এ দেশের মানুষ ভারতের পণ্য বয়কটের ডাক দিয়েছে। ভারত বাংলাদেশকে সিকিম বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সভাপতি নাজিম উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত