Ajker Patrika

চট্টগ্রাম থেকে নিখোঁজ কিশোর নরসিংদীতে উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
চট্টগ্রাম থেকে নিখোঁজ কিশোর নরসিংদীতে উদ্ধার

চট্টগ্রাম থেকে মোহাম্মদ আবিদ নুর মাহমুদ শাহারিয়ার (১৪) নামে নিখোঁজ কিশোরকে নরসিংদী থেকে উদ্ধার করেছে র‍্যাব-১১। আজ শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাব ১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন। 

গতকাল শুক্রবার দুপুরে রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকা থেকে আবিদ নুর মাহমুদ শাহারিয়ারকে উদ্ধার করা হয়। সে চট্টগ্রামের মীরসরাইয়ের তিনঘরিয়াটোলা এলাকার মোহাম্মদ নুরের নবী চৌধুরীর ছেলে ও ডবলমুরিং থানা এলাকার বায়তুস শরিফ মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। 

র‍্যাব বলছে, মোহাম্মদ আবিদ নুর মাহমুদ শাহারিয়ার গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলার হালিশহর এলাকা হতে নিখোঁজ হয়। এই ঘটনার পরদিন তার মা শিরিনা আক্তার হালিশহর থানায় একটি নিখোঁজ জিডি করেন। র‍্যাব-১১, নরসিংদী ক্যাম্প নিখোঁজ জিডি পেয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করে। পাহাড়তলী থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেনে উঠে পড়ার তথ্য পেয়ে র‍্যাব নরসিংদী রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ রেলক্রসিংয়ের সামনে থেকে তাকে উদ্ধার করে। শনিবার তাকে অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য হালিশহর থানায় পাঠানো হয়েছে। 

উদ্ধার হওয়া বালকের বরাত দিয়ে র‍্যাব জানায়, দারিদ্র্য ও লেখাপড়ায় মনোযোগী না হওয়ায় যেকোনো চাকরির মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার জন্য ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যায় আবিদ। ভুলক্রমে নরসিংদীর রায়পুরায় ট্রেন থেকে নেমে যায়। তার একই মাদ্রাসার সহপাঠী মুরাদ বিন তাহেরও (১৪) গত মঙ্গলবার থেকে একইভাবে নিখোঁজ রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত