Ajker Patrika

ঋণের টাকা জোগাতে ডাকাতিকালে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি
গ্রেপ্তার আসামিরা। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার আসামিরা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডাকাতিকালে এক যুবককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) বিকেলে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসপি মো. মিজানুর রহমান এ কথা বলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোটালীপাড়া উপজেলার চোরখুলী গ্রামের আতাউর শেখের ছেলে সামিউল শেখ (৩৫), একই উপজেলার আশুতিয়া গ্রামের সোহরাফ খানের ছেলে মো. মোরশেদ খান ওরফে কামাল (৪০) এবং একই উপজেলার চোরখুলী গ্রামের রহম ভূঁইয়ার ছেলে শওকত ভূঁইয়া (৫০)।

সংবাদ সম্মেলনে এসপি জানান, তাঁরা ঋণের টাকা জোগাড় করতে গিয়ে ডাকাতির পরিকল্পনা করেন। সে অনুযায়ী তৃতীয়বারের চেষ্টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামে ডাকাতির সময় বাড়ির মালিক পল মজুমদারের ছেলে প্রিয়াস মজুমদারকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সামিউল শেখ ও মো. মোরশেদ ওরফে কামালকে শুক্রবার আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। শনিবার বিকেলে অপর আসামি শওকত আলী ভূঁইয়াকে আদালতে হাজির করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, ১১ মার্চ হত্যা ও ডাকাতির ঘটনার দিন নিহত প্রিয়াসের বাবা পল মজুমদার খোকন বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ১২ মার্চ নিজ বাড়ি থেকে সামিউল শেখ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে বাগেরহাট জেলা থেকে গ্রেপ্তার করা হয় মো. মোরশেদ ওরফে কামাল নামের আরও একজনকে। ১৪ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাঁরা। সর্বশেষ শুক্রবার (১৪ মার্চ) রাতে গোপালগঞ্জ শহর থেকে চুরিসহ ১১ মামলার আসামি শওকত আলী ভূঁইয়াকে গ্রেপ্তার করে শনিবার আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ মো. আনসার উদ্দিন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত