Ajker Patrika

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুন ২০২৪, ১১: ৩২
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবনিযুক্ত প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান। আজ শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান। 

এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাঈমুল ইসলাম খান। তিনি বলেন, ‘এটা আমার জন্য অভাবনীয় সুযোগ। আমার জন্য খুব আনন্দের ও গৌরবের বিষয়। বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ ও উন্নয়নে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, সেটা দেশ-বিদেশের মিডিয়া ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব।’ 

নতুন দায়িত্ব কতটুকু চ্যালেঞ্জ বলে মনে করছেন—এমন এক প্রশ্নের জবাবে নাঈমুল ইসলাম খান বলেন, ‘আমার কাছে মনে হয়, চ্যালেঞ্জ তো আসলে প্রধানমন্ত্রীর। তিনি যে চ্যালেঞ্জটা মোকাবিলা করছেন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন, সেটা হয়তো আমরা করতে পারি না। আমাদের এই অক্ষমতা দুঃখজনক।’ 

প্রধানমন্ত্রীর এই প্রেস সচিব আরও বলেন, ‘সবার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারব এবং প্রধানমন্ত্রীর মহান কাজগুলো মানুষের সামনে যথাযথভাবে উপস্থাপন করব।’ 

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, এম এম ইমরুল কায়েস ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবি এম সরওয়ার-ই-আলম সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত