Ajker Patrika

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিমানবন্দর সড়কে আনসার সদস্যদের অবরোধ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০১: ২৪
Thumbnail image

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর বিমানবন্দর সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন আনসার সদস্যরা। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে জড়ো হয়ে বিমানবন্দর সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরবর্তীতে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অবরোধের ফলে দুর্ভোগে পড়েন সেখানকার সাধারণ যাত্রীরা। 
 
আন্দোলনরত আনসার সদস্যরা বলেন, দাবি মানা না হলে আগামী ২৫ আগস্ট সারা দেশে কর্ম বিরতি পালন করা হবে। সেই সঙ্গে ওই দিন উচ্চ আদালতের সামনে বিক্ষোভ কর্মসূচির করা হবে বলেও তাঁরা জানান। বিক্ষোভে প্রায় তিন শতাধিক আনসার সদস্য অংশগ্রহণ করেন। 

বিক্ষোভকারী আনসার সদস্যরা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সরকারি অন্যান্য বাহিনীর থেকে কম কষ্ট করি নাই। র‍্যাব-পুলিশ যখন পালিয়ে ছিল, তখন আমরাই দেশের নিরাপত্তার জন্য কাজ করেছি। অথচ তাঁদের থেকে আমরা এখনো সুযোগ-সুবিধা কম ভোগ করছি। এছাড়াও আমাদের এখনো চাকরির নিশ্চয়তা নেই।’ 

এ সময় তাঁরা নানান স্লোগান দিতে থাকেন। 

সর্বশেষ রাত ১১টার দিকেও বিক্ষোভকারী আনসার সদস্যদের রাস্তায় অবস্থা করতে দেখা যায়। এদিকে অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত