Ajker Patrika

উত্তরায় বিআরটিসি বাসে আগুন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ২১: ২২
উত্তরায় বিআরটিসি বাসে আগুন

বিএনপি ও সমমনা দলের সপ্তম দফায় দুই দিনের অবরোধ শুরুর আগের দিন সন্ধ্যায় রাজধানীর উত্তরায় বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরার হাউস বিল্ডিং মোড়ে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, হাউস বিল্ডিং মোড়ের হঠাৎ করে ঢাকা মেট্রো-ব ১১-৬২৬৩ নম্বরের বিআরটিসি বাসে আগুন লাগায় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস আসার আগেই বাসের লোকজন পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বাসটি মেট্রোরেলের যাত্রীদের হাউস বিল্ডিং থেকে দিয়াবাড়ীতে আনা-নেওয়া করত।

তাঁরা বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেশে উঠে বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। কাউকে গ্রেপ্তার করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দিয়াবাড়ী থেকে হাউস বিল্ডিং এলাকায় বিআরটিসি বাসটি যাত্রী নামিয়ে মোড় ঘুরানোর সময় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে বাসের লোকজনই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে কয়েকটি সিট পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত