Ajker Patrika

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৩, ১৮: ১৮
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে বকেয়া বেতনের দাবিতে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আজ শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় ডার্ড কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা এই অবরোধ শুরু করেন। বিকেল ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঢাকাগামী উজানভাটি পরিবহনের যাত্রী সালমান বলেন, ‘চার ঘণ্টা ধরে বাসে বসে আছি। হেঁটে যাওয়ারও কোনো পরিবেশ নেই। পুরো রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। একটি গাড়িও চলাচলের সুযোগ নেই। প্রচণ্ড গরমে শিশুরা খুবই সমস্যায় আছে।’

জলসিঁড়ি পরিবহনের একটি বাসে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছেন শাহীন মিয়া। তিনি বলেন, ‘মনে হয় কাপাসিয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। কোনো গাড়ি চলাচল করতে পারছে না। অনেক যাত্রী বাস থেকে নেমে গেছে। কী করব বসে আছি। তবুও রাস্তা যানবাহন চলাচলের উপযোগী হচ্ছে না। শুনেছি পোশাকশ্রমিকেরা রাস্তা অবরোধ করে রাখছে।’

রাজাবাড়ী এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক মন্টু মিয়া বলেন, ‘বেলা ১১টা থেকে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শ্রমিকেরা। শত শত পুলিশ আসছে, তবুও রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে নিতে পারছে না।’

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধকারখানা কর্তৃপক্ষ তিন মাস ধরে বেতন-ভাতা বকেয়া রেখেছে বলে দাবি করে ডার্ড কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিক লিমা আক্তার বলেন, ‘আমাদের বাসাভাড়া বাকি। বাসার মালিক বাড়ি ছেড়ে দিতে চাপ দিচ্ছে। অপর দিকে দোকানি বাকি দেওয়া বন্ধ করছে। আমরা এখন কী করব?’

ওই কারখানার শ্রমিক ইকবাল হোসেন বলেন, ‘বাড়িতে অসুস্থ বাবা রয়েছেন। দুই মাস হলো কোনো টাকাপয়সা পাঠাতে পারছি না। বাবার ওষুধ কিনতে সমস্যা হচ্ছে। অসুস্থ বাবা আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু করতে পারছি না। বেতন না পাওয়ায় খুবই সমস্যায় আছি। বাধ্য হয়ে রাস্তায় এসেছি সমাধানের জন্য।’

শ্রমিকদের অবরোধের বিষয়ে জানতে ডার্ড কম্পোজিট লিমিটেড কারখানার ঊর্ধ্বতন ব্যবস্থাপক (প্রশাসন) আকাশ মিয়ার মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।

রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ বলেন, ‘সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছে মানুষ। আমরা চেষ্টা করছি সমস্যা সমাধানের।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিতে চেষ্টা করছি। শ্রমিকেরা কোনোভাবেই সড়ক ছাড়ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত