কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লাকসামের ধানওড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র তোফাজ্জল হোসেন রনির (১৬) নিখোঁজ হয়েছেন গত ৫ আগস্ট। নিখোঁজের ২৫ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি তার। এ ঘটনায় গত ২৩ আগস্ট লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ মাদ্রাসাছাত্র রনি লাকসাম পূর্ব ইউনিয়নের ফুলগাঁও গ্রামের আহছান উল্লাহর ছেলে।
নিখোঁজ রনির মা হনুফা বেগম জানান, ‘রনি ধানওড়া হাফেজিয়া মাদ্রাসা থেকে ৫ পারা কোরআন হেফজ্ করেছে। ছুটিতে বাড়ি আসার পর গত ৪ আগস্ট সকালে সে মাদ্রাসায় যায়। ৯ আগস্ট আমাদের বাড়ির দুটি ছেলে মাদ্রাসার পাশ দিয়ে তাদের আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রনির খোঁজ করে। এ সময় অন্যান্য ছাত্ররা রনি মাদ্রাসায় নেই বলে জানায়। এ সংবাদ পেয়ে পরিবারের লোকজনসহ মাদ্রাসায় গেলে শিক্ষকেরা জানান, ৫ আগস্ট সকাল ৮টার দিকে সে ছুটি নিয়ে বাড়িতে গেছে। এ পর্যন্ত আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েছি। কিন্তু তার কোনো সন্ধান পাইনি।’
এ বিষয়ে ধানওড়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসেন বলেন, তোফাজ্জল হোসেন রনির জ্বর হওয়ায় ১ আগস্ট ছুটি নিয়ে বাড়িতে যায়। ৪ আগস্ট মাদ্রাসায় ফিরে এসে অসুস্থতার কারণ দেখিয়ে পরদিন ৫ আগস্ট শুক্রবার সকালে ছুটি নিয়ে সে আবার বাড়ি যায়। ৩-৪ দিন পরও ফিরে না আসায় অভিভাবকের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। ৫ দিন পর অভিভাবকেরা মাদ্রাসায় এসে তার কাপড়চোপড় নিয়ে যান।
এ ব্যাপারে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ‘নিখোঁজের বিষয়ে ২৩ আগস্ট একটি সাধারণ ডায়েরি করা হয়। সে আলোকে আমরা বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। ছেলেটিকে উদ্ধারের চেষ্টা করছি।’
কুমিল্লার লাকসামের ধানওড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র তোফাজ্জল হোসেন রনির (১৬) নিখোঁজ হয়েছেন গত ৫ আগস্ট। নিখোঁজের ২৫ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি তার। এ ঘটনায় গত ২৩ আগস্ট লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ মাদ্রাসাছাত্র রনি লাকসাম পূর্ব ইউনিয়নের ফুলগাঁও গ্রামের আহছান উল্লাহর ছেলে।
নিখোঁজ রনির মা হনুফা বেগম জানান, ‘রনি ধানওড়া হাফেজিয়া মাদ্রাসা থেকে ৫ পারা কোরআন হেফজ্ করেছে। ছুটিতে বাড়ি আসার পর গত ৪ আগস্ট সকালে সে মাদ্রাসায় যায়। ৯ আগস্ট আমাদের বাড়ির দুটি ছেলে মাদ্রাসার পাশ দিয়ে তাদের আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রনির খোঁজ করে। এ সময় অন্যান্য ছাত্ররা রনি মাদ্রাসায় নেই বলে জানায়। এ সংবাদ পেয়ে পরিবারের লোকজনসহ মাদ্রাসায় গেলে শিক্ষকেরা জানান, ৫ আগস্ট সকাল ৮টার দিকে সে ছুটি নিয়ে বাড়িতে গেছে। এ পর্যন্ত আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েছি। কিন্তু তার কোনো সন্ধান পাইনি।’
এ বিষয়ে ধানওড়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসেন বলেন, তোফাজ্জল হোসেন রনির জ্বর হওয়ায় ১ আগস্ট ছুটি নিয়ে বাড়িতে যায়। ৪ আগস্ট মাদ্রাসায় ফিরে এসে অসুস্থতার কারণ দেখিয়ে পরদিন ৫ আগস্ট শুক্রবার সকালে ছুটি নিয়ে সে আবার বাড়ি যায়। ৩-৪ দিন পরও ফিরে না আসায় অভিভাবকের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। ৫ দিন পর অভিভাবকেরা মাদ্রাসায় এসে তার কাপড়চোপড় নিয়ে যান।
এ ব্যাপারে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ‘নিখোঁজের বিষয়ে ২৩ আগস্ট একটি সাধারণ ডায়েরি করা হয়। সে আলোকে আমরা বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। ছেলেটিকে উদ্ধারের চেষ্টা করছি।’
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের নলবোনার বিলে দেখা মিলেছে শাপলা ফুলের। আর এসব ফুল তুলতে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসছে শিশু-কিশোর ও মাঠে কাজ করতে আসা কৃষকেরা। সাপের ভয় থাকলেও পানিতে নেমে ফুল তুলছে তারা।
২৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ শামসুজ্জোহা হলেও জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, একই প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বির এবং আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
২৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ‘আমরা বিজয়ী ও বিজিতদের পরামর্শ ও সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাব।’
১ ঘণ্টা আগেঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ অংশে তিন কিলোমিটার এলাকায় সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। আজ শুক্রবার ভোর থেকে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী আন্ডারপাস থেকে কালিকাপুর পর্যন্ত যানজট লাগে।
১ ঘণ্টা আগে